গীতা জয়ন্তী আগামী ২৪ ডিসেম্বর উপলক্ষে কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের ডাক দিয়েছে অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদ। ১ লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠের ডাক দেওয়া হয়েছে। থাকবেন আরএসএস ও বিজেপির শীর্ষ কর্তারা। সেদিন ওই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আবার ওই দিনই প্রাথমিকের চাকরির জন্য টেট পরীক্ষা হবে। লক্ষাধিক পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেবেন। কিন্তু প্রধানমন্ত্রী শহরে এলে স্বাভাবিকভাবেই যান নিয়ন্ত্রণ করা হবে। আর তাতেই সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। ফলে ওই দিন প্রাথমিকে টেট পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
শুরুতে ১০ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে সেই দিন পিছিয়ে দেওয়া হয়। নয়া সূচি অনুযায়ী প্রাথমিকে টেট পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর। বিজেপি নেতৃত্ব মনে করছে, গীতাপাঠের কর্মসূচি ওই দিন থাকায় যান নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ। এতে পরীক্ষার্থীদের অসুবিধা হবেই, সঙ্গে গীতাপাঠ অনুষ্ঠানে আসতেও বাধা পেতে পারেন গেরুয়া দলের কর্মী ও সমর্থকরা। দিলীপ ঘোষের আইনজীবী পার্থ ঘোষ এ ব্যাপারে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মামলার আবেদন গ্রহণ করা হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ‘বিরক্ত’ বাঘের তেড়েফুঁড়ে তাড়া! প্রাণে বাঁচতে গাছের ডালে বনকর্মীরা, তারপর?