Advertisment

Mamata-Dilip: 'গাড়ির গতি ভারতে ২০০ কিলোমিটার হয় কিনা জানা নেই', মমতার মন্তব্যে টিপ্পনি দিলীপের

Mamata-Dilip: আবারও বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেনজির টিপ্পনি ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। এর আগেও একাধিকবার দিলীপ ঘোষ নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমোকে। এদিন ফের একবার তাঁর উদ্দেশ্যেই টিপ্পনি ছুঁড়ে দিলেন বিজেপি নেতা। এছাড়াও এদিন দিলীপ ঘোষ মুখ খুলেছেন শেখ শাহাজাহান প্রসঙ্গ নিয়েও।

author-image
IE Bangla Web Desk
New Update
central agencises should summoned Mamata Banerjee says Dilip Ghosh

Mamata-Dilip: ফের মুখ্যমন্ত্রীকে টিপ্পনি দিলীপ ঘোষের।

Dilip Ghosh on Mamata Banerjee: ফের দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ নিয়ে বেজায় টিপ্পনি ছুঁড়ে দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ (BJP MP) দিলীপ ঘোষ। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে তিনি রেহাই পেয়েছেন। বৃহস্পতিবার নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেনজির টিপ্পিনি ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে।

Advertisment

কী বলেছেন দিলীপ ঘোষ?

"উনি বলছেন ২০০ কিলোমিটার গতিবেগ ছিল। গাড়ির গতি ভারতবর্ষে ২০০ কিলোমিটার হয় কিনা আমার জানা নেই। উনি বিমানে চড়লে দুর্ঘটনার ভয়। উনি গাড়িতে চড়লে দুর্ঘটনার ভয়। কেন এরকম হচ্ছে? শুধু খবর করার জন্য? যদি সত্যিই এরকম হয় তাহলে বলব ভগবানের আশীর্বাদ। উনি বেঁচে গেছেন। উনি তো পুলিশ মন্ত্রী। ট্রাফিক ওনার হাতেই। উনি যদি সুরক্ষিত না হন, বাকিদের কি অবস্থা হবে? ২০০ বা ৩০০ প্রশ্ন নয়। ট্রাফিক কতোটা কন্ট্রোলে তা নিয়ে চিন্তা আছে।"

উল্লেখ্য, বুধবার বর্ধমানের (Burdwan) সভা সেরে সড়কপথে কলকাতায় (Kolkata) ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তাতে তাঁর মৃত্যুও হতে পারত! মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, একটি গাড়ি ২০০ কিলোমিটার বেগে তাঁর কনভয়ে ঢুকে পড়েছিল। যে কারণে তাঁর গাড়ির চালক জোরে ব্রেক কষেন। তাতেই তাঁর মাথায় আঘাত লেগেছে।

আরও পড়ুন- Same Gender Marriage: মানতে নারাজ পরিবার, মন্দিরে বিয়ে সমকামী দুই তরুণীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আশঙ্কা প্রকাশ নিয়েই এবার টিপ্পনি ছুঁড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ মুখ খুলেছেন শেখ শাহাজাহান (Seikh Shahjahan) প্রসঙ্গ নিয়েও। গতকালই সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে ফের তল্লাশিতে গিয়েছিল ইডি (ED)। সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "ইডি কি আদৌ ওকে ধরতে গেছে? সার্চ করতে গেছে? নোটিশ দিতে গেছে? সেটা ইডি বলতে পারবে। ধরে দেওয়ার কাজ ইডির নয়। ওটা পুলিশের কাজ। পুলিশ যদি নিজেই তাকে লুকিয়ে রাখে, তাকে পাওয়া যাবে না। পাঁঠার ইচ্ছায় কালীপুজো হয়? পাঁঠা কোনওদিনই চাইবে না পুজো হোক। তাহলে তার মায়ের কোল খালি হয়ে যাবে।"

আরও পড়ুন- Kolkata Weather Today: ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, দুর্যোগ মিটলেই জমাটি ঠান্ডার জোরালো কামব্যাক?

Mamata Banerjee dilip ghosh West Bengal
Advertisment