/indian-express-bangla/media/media_files/2025/01/28/aVVThHOdHMzHlz75Zf52.jpg)
Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়।
BJP MP Jyotirmay Singh Mahato demands to tightened security of Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নিরাপত্তার সুনিশ্চিত করার দাবিতে সরব হলেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। "তৃণমূল তাঁর মুখ চিরতরে বন্ধ করে দিতে চায়।" মারাত্মক এই আশঙ্কা করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন এই BJP সাংসদ। সেই সঙ্গে এক্স হ্যান্ডলে এই আশঙ্কার কথা পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরকেও উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছেন এই বিজেপি নেতা। এরই পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন (SSC) তুলে দেওয়ার দাবি জানিয়েছেন এই বিজেপি সংসদ।
এক্স হ্যান্ডলে কী লিখেছেন জ্যোতির্ময় সিং মাহাতো?
"বাংলায় SSC কেলেঙ্কারি একটি সিস্টেমিক প্রতারণা! আমি মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস জিকে SSC স্থায়ীভাবে বাতিল করার এবং প্রকৃত প্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। এছাড়াও, পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিশ্চিত করুন। তৃণমূল তাঁকে চিরতরে সরিয়ে দিতে চায়!"
নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। এর আগে জেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে প্রথমে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
The SSC scam in Bengal is a #SystemicFraud! 🚨 I urge Hon’ble Governor @BoseCVAnanda Ji to dismantle SSC permanently & ensure justice for genuine candidates. Also, ensure the safety of Partha Chatterjee—TMC wants him silenced forever! @PMOIndia@HMOIndia#SSCSCAM#SaveBengal… pic.twitter.com/KXMWfrtNMw
— Jyotirmay Singh Mahato (Modi Ka Parivar) (@JyotirmayBJP) February 11, 2025
তবে সরকারি সেই হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আদালত তাঁর সেই আর্জিতে সাড়া দেয়। পরবর্তী সময়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এক্ষেত্রে চিকিৎসার যাবতীয় খরচ পার্থ চট্টোপাধ্যায়কেই বহন করতে হচ্ছে।
আরও পড়ুন- Holidays: পরপর ছুটি রাজ্যে! কবে থেকে.. ক'দিন? ঝটপট জানুন বিস্তারিত