/indian-express-bangla/media/media_files/2025/09/05/1000214739-2025-09-05-19-51-49.jpg)
Malda News: এই ঘটনা এখন দারুন চর্চায়।
দলের পুরনো একটি গোলমালের ঘটনায় এলাকার একজন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে থানায় ঢুকে রীতিমতো মেজাজ হারালেন উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু। শুক্রবার বিকেলে চাচোল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু সঙ্গে দেখা করতে গিয়েই কার্যত দেখা না পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিজেপি সাংসদ।
তাঁর অভিযোগ, অন্যায় ভাবে দলের স্থানীয় এলাকার এক নেতা সহ পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করেছে চাচোল থানার পুলিশ। আর এই ঘটনায় মূল অন্যায়কারীদের গ্রেপ্তার করেনি পুলিশ। আক্রান্ত হলেন তাদেরকেই পরিকল্পনা করে চাচোল থানার আইসির মদতে গ্রেপ্তার করা হয়েছে। আর যারা হামলা চালালো তারাই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার পর এদিন আইসির সঙ্গে দেখা করতে আসলে তিনি দেখা করতে চান নি। বারবার ফোন করা হলেও, ফোন কেটে দেন আইসি। এরপরই থানায় গিয়ে বিক্ষোভ দেখিয়ে সাংসদ ধর্নায় বসে পড়েন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই চাচলের আশ্রমপাড়া এলাকায় বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলমাল ও সংঘর্ষ বাঁধে। আর এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার বিজেপির এক পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মাকে গ্রেপ্তার করে চাচোল থানার পুলিশ। অথচ অপরপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনরকমই ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বিজেপি সাংসদদের। আর এই ঘটনার পর কার্যত পুলিশের ভূমিকা নিয়েই এদিন বিজেপি সাংসদ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন।
এদিন দলীয় কর্মী নেতাদের সঙ্গে চাচোল থানায় গিয়ে আইসির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। একাধিকবার আইসিকে ফোন করলেও তিনি ফোন ধরেন নি বলে অভিযোগ। এরপরই মেজাজ হারিয়ে থানায় বন্ধ করে দেওয়ার হুমকিও পর্যন্ত দেন সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, মিথ্যা মামলায় দলের এক নেতা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অথচ যারা ওই দিনের ঘটনায় হামলা চালালো, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এব্যাপারে আইসি'র কাছে জবাব চাইলে তিনি কোনও উত্তর দিচ্ছেন না। তাই এদিন আইসির সঙ্গে দেখা করতে আসলে উনি দেখা করেন নি। বাধ্য হয়েই ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে হয়েছে। এপ্রসঙ্গে চাচোল থানার পুলিশের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।