scorecardresearch

সরকারি আধিকারিকদের পেনশন আটকানোর হুমকি, BJP নেতার হুঁশিয়ারিতে হইচই

শাসকদল তৃণমূলকেও তুলোধনা বিজেপি নেতার।

bjp mp saumitra khan threats to corrupted govt officials at bankura
বেনজির হুমকি দিয়ে জোর চর্চায় বিজেপি নেতা।

এবার সরকারি আধিকারিকদের বেনজির হুঁশিয়ারি বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সোমিত্র খাঁয়ের। বাঁকুড়ার সোনামুখীর বিডিও অফিসের সরকারি আধিকারিকদের কড়া ভাষায় হুঁশিয়ারি বিজেপি নেতার। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে এদিন সোনামুখীতে বিক্ষোভ মিছিল করে বিজেপি। সেই মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সরকারি আধিকারিকদের একাংশকে নিশানা করেন বিষ্ণুুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

বাঁকুড়ার সিমলাপালে তৃণমূলকর্মীদের রামধোলাই দেওয়ার নিদান দিয়ে তুমুল বিতর্ক তৈরি করেছেন মোদী সরকারের মন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। এবার তাঁরই সতীর্থ সাংসদের মুখে সরকারি আধিকারিকদের পেনশন আটকানোর হুঁশিয়ারি। সরকারি আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার বাঁকুড়ার সোনামুখীতে বিক্ষোভ মিছিল করে বিজেপি। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সোনামুখীর বিডিও অফিসের সরকারি আধিকারিদের নিশানা করেন সাংসদ সৌমিত্র খাঁ। একইসভঙ্গে তাঁর নিশানায় ছিল রাজ্যের শাসকদল তৃণমূলও।

আরও পড়ুন- ‘রাম ধোলাই’ নিদান, বাঙালি কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে হুলস্থূল

সোনামুখীর বিডিও অফিসের সরকারি আধিকারিকদের একাংশকে হুঁশিয়ারি দিয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘সরকারি আধিকারিকরা দুর্নীতিতে যুক্ত হবেন না। দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকদের নামে থানায় এফআইআর দায়ের করব। দলের কর্মীরা তো করবেনই। আমিও করব। এটা কিন্তু মারাত্মক একটি আইন। পেনশনের সময় পেনশনও কিন্তু আটকে যাবে।’

আরও পড়ুন- ‘বাংলায় বুলডোজার ঢুকল বলে’, বেনজির হুমকিতে শোরগোল ফেললেন শুভেন্দু

শিক্ষক নিয়োগের পাশাপাশি এরাজ্যে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূলকে তুলোধনা করেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। এমনকী তৃণমূলকর্মীদের রামধোলাই দেওয়ার নিজান দেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম-মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রামধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bjp mp saumitra khan threats to corrupted govt officials at bankura