শিয়রে পঞ্চায়েত ভোট, তার আগে গ্রেফতারির আশঙ্কায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ আগে ভাগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন গ্রেফতারি এড়াতে। রক্ষাকবচ চেয়ে আদালতে মামলা করেছেন সৌমিত্র।
বুধবার আদালতে সৌমিত্র জানিয়েছেন, সোনামুখী থানার আইসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হয়েছিলেন তিনি। তার পর থেকেই একাধিক মামলা সাংসদের বিরুদ্ধে রুজু করা হয়েছে। সৌমিত্রের আশঙ্কা, সেই মামলাগুলির সূত্র ধরেই পঞ্চায়েত ভোটের আগে যে কোনও দিন তাঁকে গ্রেফতার করা হতে পারে।
তাই রক্ষাকবচের আবেদন করেছেন সাংসদ। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন জানিয়েছেন সৌমিত্র। অনুমতিও দিয়েছেন বিচারপতি মান্থা। আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা, গো-ব্যাক স্লোগান টিএমসিপির
সৌমিত্র জানিয়েছেন, তিনি সম্প্রতি সোনামুখী থানার সামনে একটি সভা করেছিলেন। সেই সভায় সোনামুখীর আইসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও করেছিলেন। সাংসদের বিরুদ্ধে তার পর থেকে নানা অভিযোগে একাধিক মামলা রুজু করা হয়েছে বলে অভিযোগ।
এ বছর পঞ্চায়েত ভোটের আগেও সৌমিত্রের বিরুদ্ধে অনেক মামলা। তাই গ্রেফতারি এড়াতে আগেভাগে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদ।