scorecardresearch

‘তোর পরিবারকে…’, সোনামুখীর IC-কে বেলাগাম হুঁশিয়ারি বিজেপি সাংসদ সৌমিত্রর

সাংসদ সৌমিত্র খাঁ-র এই বক্তব্য সামনে আসতেই তৃণমূল, কংগ্রেস ও বামেরা সমালোচনায় সরব হয়।

bjp mp soumitra khan threatened bankura sonamukhi ps ic family , 'তোর পরিবারকে...', সোনামুখীর IC-কে বেলাগাম হুঁশিয়ারি বিজেপি সাংসদ সৌমিত্রর
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

বছরের শুরুতে পুলিশকে ‘জুতো মারতে ছাড়ব না’ বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন। আর এবার, একেবারে বাঁকুড়ার সোনামুখী থানার আইসি-কে ‘তুই-তোকারি’, তাঁর পরিবার তুলে বেনজির হুঁশিয়ারি দিলেন সাংসদ সৌমিত্র খাঁ। দাবি করলেন, পুলিশের এই পদস্থ কর্তাকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাবেন, সব দুর্নীতির পর্দা ফাঁস করে দেবেন।

বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে সংঘের কোষাধ্যক্ষ সহ ব্যাঙ্কের দু’টি সিএসপির বিরুদ্ধে। যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ দেখায় এলাকার প্রায় ২০০ স্বনির্ভর গোষ্ঠীর কয়েকশো মহিলা। দোষীদের শাস্তির দাবি তোলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁও। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, থানা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করেছে। এরপরই ক্ষুব্ধ সাংসদ রীতিমত ব্যক্তি আক্রমণ করে আইসি-কে হুঁমকি দেন।

সৌমিত্র খাঁ বলেন, ‘আমি জানি সোনামুখীর আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে। এখানের মা বোনেদের টাকা চুরি করবি? এই আইসি তোর ঘরে মা, বোন নেই? আইসি শুনে রাখ তোর বাপেরও ক্ষমতা নেই এখানে কিছু করার। আর যদি কিছু করিস তাহলে তোরও পরিবার আছে আমরা দেখে নেব।’ একানে না থেমে সামসদের চ্যালেঞ্জ, ‘আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব। যে দুর্নীতি হয়েছে তা তুলে ধরব। তারপর তার কী ব্যবস্থা করা যায় তা দেখব।’

আরও পড়ুন- তৃণমূলের ঘোর অস্বস্তি, হাতছাড়া এক সাংসদ! জাতীয় তকমা খোয়ানোর ২৪ ঘন্টার মধ্যেই…

সাংসদ সৌমিত্র খাঁ-র এই বক্তব্য সামনে আসতেই তৃণমূল, কংগ্রেস ও বামেরা সমালোচনায় সরব হয়। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘ওই দলটাই সামগ্রিকভাবে অসামাজিক ও সন্ত্রাসবাদীদের দল। তাই আলাদা করে বিজেপির কোনও সাংসদ কী বললেন তা নিয়ে কিছু বলার নেই।’ সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, ‘তৃণমূল, বিজেপি রাজনীতির এমন সংস্কৃতি তৈরি করছে যাতে মানুষের স্বার্থবাহী রাজনীতি বাদ যাচ্ছে। এতে গগনে খেলা হচ্ছে। এসবে মানুষের কোনও লাভ নেই।’ কংগ্রেসের কৌস্তভ বাগচী বলেন, ‘আশালীন মন্তব্য হলে নিন্দনীয়। জানি না তৃণণূলে যাওয়ার জন্য এসব বলছেন কিনা। তবে এটাও ঠিক যে, গ্রাউন্ড লেভেলে বিরোধী দলের কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যে ব্যবহার তাতে অনেক সময়ই মাতা ঠিক রাখা যায় না। সেই জায়গায় পুলিশের বিরুদ্ধে আশালীন কিছু বললে তা ধিক্কারের, কিন্তু পুলিশকে আক্রমণ করলে তাতে বলার কিছু নেই। ওদের এটাই প্রাপ্য।’

সৌমিত্রর মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘যে রাজ্যে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তুই বলে সম্বোধন করেন সেই শাসক দলের কী সৌমিত্র খাঁয়ের মন্তব্য নিয়ে অভিযোগের নৈতিক ভিত্তি রয়েছে? ভোট পরবর্তী হিংসায়, নিশিথ প্রামাণিকের তদন্ত, রিষড়া-শিবিপুরের ঘটনায় পুলিশের ভূমিকা কি ছিল সকলের জানা। সৌমিত্রর তুই-তোকারি মন্তব্য দল অনুমোদন করে না। সেটা হয়তো ও উত্তেজনার বশে করে ফেলেছে। তবে ওঁর মন্তব্যের মূল বিষয়টি সমর্থনযোগ্য।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bjp mp soumitra khan threatened bankura sonamukhi ps ic family