দুর্নীতির অভিযোগে শাসক দলের তাবড় নেতা, মন্ত্রীরা জেলে। স্ক্যানারে দলের আরও বেশ কয়েকজন। রীতিমত অস্বস্তিতে তৃণমূল। এই পরিস্থিতিতে মমতা সরকার ও তৃণমূলের উপর চাপ বাড়াতে মরিয়া রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। প্রতিবাদে আগামী ৭ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে পদ্ম বাহিনী। সেই অভিযান নিয়েই বোমা ফাটালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বাম হোক বা বিজেপি, এর আগে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল। এবারও বিজেপির অভিযান পুলিশ জোর করে আটকাবে বলে মনে করছেন সুকান্ত মজুমদার। এই প্রেক্ষিতেই তাঁর হুঁশিয়ারি, জোর করে অভিযান আটকানো হলে প্রতিরোধ হবে।
কী বলেছেন সুকান্ত মজুমদার?
এ দিন বিজেপির রাজ্য সবাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'কাঁদানে গ্যাস ছুড়বে, জল কামান ব্যবহার করবে। পুলিশ অভিযান জোর করে আটকানোর চেষ্টা করলে ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখবেন। বিজেপি হিংসার বদলে সংবিধানে বিশ্বাসী। এও বলা আছে যে, সংবিধানে বলা আছে আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার আছে।'
আরও পড়ুন- দিদি পাশে থাকার বার্তা দিতেই মুখে কুলুপ, ‘দায়’ ঝাড়ার চেষ্টা কেষ্টর
এর পাল্টা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনা বলেছেন, 'গণতান্ত্রিকভাবে তৃণমূলের সঙ্গে বিজেপি পারছে না। বিজেপি হিংসাকে উস্কানি দেয়। তা আবার প্রমাণ হল। কেই আইন ভাঙলে পুলিশ যথাযত পদক্ষেপ করবে।'
এ দিন সকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার। রাজ্যপাল যাতে দ্রুত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর দেন, সেবিষয়ে আবেদন জানান তিনি।