scorecardresearch

সাঁতরাগাছিতে ধুন্ধুমার, শুভেন্দু-লকেটদের আটক করল পুলিশ

নবান্ন অভিযানের শুরুতেই জোর ধাক্কা বিজেপির।

bjp nabanna abhijan suvendu, locket, rahul sinha detained
নবান্ন অভিযানের শুরুতেই আটক শুভেন্দু অধিকারী।

Bjp Nabanna Abhijan: নবান্ন অভিযানের শুরুতেই জোর ধাক্কা বিজেপির। সাঁতরাগাছিতে আটক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু শুভেন্দুই নন, আটক করা হয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়দের। প্রত্যেককে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যায় পুলিশ। ”গণতন্ত্রের ঢেউয়ের সামনে কোনও দেওয়ালই টিকবে না।” আটক হওয়ার পর টুইট নন্দীগ্রামের বিজেপি বিধায়কের।

গেরুয়া দলের নবান্ন অভিযান ঘিরে তোলপাড় কাণ্ড শহর কলকাতায়। সাঁতরাগাছি থেকে বিশাল মিছিল নিয়ে নবান্নের উদ্দেশে রওনার আগেই পুলিশি বাধার মুখে শুভেন্দু অধিকারী, রাহুল সিনহারা। মিছিল এগোতেই বিপুল পরিমাণ পুলিশ এসে বাধা দিতে শুরু করে। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় বিজেপি নেতাদের। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতারা।

আরও পড়ুন- BJP Nabanna Abhijan Live: নবান্ন অভিযানের আগেই আটক শুভেন্দু, প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ

শেষমেশ শুভেন্দু, রাহুল, লকেটদের টেনে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। মঙ্গলবারের নবান্ন অভিযান রুখতে শহরজুড়ে বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতু ও হাওড়া ব্রিজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। নবান্নের পথে একাধিক রাস্তায় পুলিশ ব্যারিকেড করে রেখেছে।

এদিন, সাঁতরাগাছিতে প্রথমে পুলিশের ব্যারিকেড ধরে টানাটানি করতে থাকেন শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিতে থাকেন বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু করে দেন শুভেন্দু। শুভেন্দুকে বলতে শোনা যায়, প্রয়োজনে তিনি ট্রেন ধরেও নবান্নে যাবেন। এমনকী এক মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তেও দেখা যায় শুভেন্দুকে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bjp nabanna abhijan suvendu locket rahul sinha detained491526