/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Amit-Shah-Mamata-Banerjee-Rajnath-Singh.jpg)
বাঁদিক থেকে অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজনাথ সিং।
BJP National Council 2024: বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে তুলোধনা বাংলাকে। রাজ্যের শাসকদল তৃণমূলকে তীব্র নিশানা করা হল গেরুয়া দলের রাষ্ট্রীয় অধিবেশনের মঞ্চে। 'মমতাদির লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রী করা।' তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গেরুয়া দলের সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ। 'সন্দেশখালির ঘটনা সভ্য সামাজের কলঙ্ক'। তৃণমূলকে এদিন তেড়েফুঁড়ে বিঁধেছেন প্রতিরক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিং (Rajnath Singh)।
দিল্লিতে (Delhi) বিজেপির (BJP) রাষ্ট্রীয় অধিবেশনের আজ ছিল দ্বিতীয় দিন। সেই সভায় এবার পশ্টিমবঙ্গ ইস্যুতে সুর চড়াল বিজেপি। লোকসভা নির্বাচনের (Lok sabha election 2024) আগে বাংলার শাসকদলকে বিঁধতে চেষ্টায় কোনও ফাঁক রাখছেন না বিজেপির শীর্ষ নেতৃত্বও। পশ্চিমবঙ্গে ফি দিন তৃণমূলকে তুলোধনা করে সুর চড়াতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীদের। এবার শীর্ষ নেতারা ফের একবার চাঁচাছোলা ভাষায় বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়দের (Abhisek Banerjee)।
আরও পড়ুন- জীবনের কঠিন লড়াই জিততে মরিয়া ঈশিতা! মূক-বধির মেয়েটির দুরন্ত এগল্প প্রেরণা দেবে
এদিন রাজনাথ সিং বলেন, "দেশের একটি রাজ্য পশ্চিমবঙ্গ। নারীদের সঙ্গে সেখানে কী ধরনের অত্যাচার হচ্ছে! নারীদের ইজ্জত নিয়ে ছিনিমেনা খেলা হচ্ছে। পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে (Sandeshkhali) যা হয়েছে সেখানে আমাদের দলের কর্মীরা সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমাদের কর্মীদের আমি অভিনন্দন জানাচ্ছি।"
আরও পড়ুন- উদয়াস্ত খাটুনিতে নামমাত্র মজুরি! ‘আবেদন কানেই তোলেননি দিদি’, মনমরা ‘আম্মা’ এবার কোন পথে?
অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ সেনাপতি অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, "মমতাদির লক্ষ্য নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী করা।" এই ইস্যুতে শাহ এদিন নিশানা করেছেন লালুপ্রসাদ যাদব (Lalu prasad yadav), এম কে স্ট্যালিন (MK Stalin), উদ্ধব ঠাকরেদেরও (Udhhav Thakrey)।