Advertisment

বাংলা ভাগের ডাক দেওয়া অনন্ত মহারাজকেই রাজ্যসভায় প্রার্থী করল বিজেপি

পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন সরব গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায় মহারাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu and Ananta Maharaj

অবশেষে জল্পনাতেই সিলমোহর। বাংলা থেকে রাজ্যসভায় বিজেপির মনোনীত প্রার্থী হচ্ছেন অনন্ত মহারাজ। পৃথক রাজ্যের দাবিতে সরব, দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজকে রাজ্যসভায় মনোনীত করল বঙ্গ বিজেপি। বুধবার সেই মর্মে জারি করা হল বিবৃতি।

Advertisment

আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। বাংলা থেকে রাজ্যসভার ছ'টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন রয়েছে। তার জন্য বুধবারই বিজেপি-র তরফে বিবৃতি দিয়ে অনন্তের নাম ঘোষণা করা হয়। গুজরাত থেকে বাবুভাই জেসংভাই দেশাই এবং কেশরীদেবসিংহ জালাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিজেপি।

বাংলা থেকে যে ছ'টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে ছ'টিতে তৃণমূলের জয় একেবারে নিশ্চিত। বাকি একটি আসন পেতে পারে বিজেপি। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার একদিন আগে অনন্তের নামে সিলমোহর দিল বিজেপি। বেশ কিছু দিন ধরেই অনন্তের নাম ঘিরে জল্পনা চলছিল। দৌড়ে ছিলেন ভারতী ঘোষ, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং শমীক ভট্টাচার্যও। তবে শেষ হাসি হাসলেন অনন্তই।

আরও পড়ুন ফল ঘোষণার পরও হিংসা অব্যাহত, রায়দিঘিতে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে, পুকুর থেকে দেহ উদ্ধার

তবে একদিনে অনন্তকে বেছে নেননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বরং তাঁর সঙ্গে বিজেপি নেতৃত্বের ওঠাবসা বেশ কিছু দিন ধরেই চোখে পড়ছিল। উনিশের লোকসভা নির্বাচনে এবং একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারেও থাকতে দেখা গিয়েছিল অনন্তকে। বাংলা ভাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসা অনন্তের বাড়িতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও।

অনন্তর বাংলা ভাগের দাবিকে বারবরই খারিজ করে এসেছে তৃণমূল। যদিও অনন্তের অবস্থান উল্টো। 'বাংলা ভাগ হয়েই গিয়েছে' বলেও গতবছর মন্তব্য করেন তিনি। কোচবিহারের মানুষের অধিকার রক্ষায় পৃথক কেন্দ্রশাসিত গ্রেটার কোচবিহারের দাবিও তোলেন তিনি। সেই অনন্তকেই রাজ্যসভার প্রার্থী বেছে নিল বিজেপি।

bjp West Bengal Rajya Sabha Ananta Roy
Advertisment