Tapas Roy To Minister Shashi Panja's House: ফের প্রতিপক্ষের কাছে হাজির বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়। গত সোমবার গিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমাস বসুর বাড়িতে। বুধবার বেলা গড়াতেই তাপস পৌঁছে যান সেন্ট্রাল এভিনিউতে মন্ত্রী শশী পাঁজার বাড়ি! মন্ত্রী তখন বাড়িতেই ছিলেন। শ্যামপুকুর বিধানসভা এলাকার নানা বিষয় নিয়ে বৈঠক করছিলেন। বিজেপি প্রার্থী তথা বিগত বহু বছরের সতীর্থকে দেখে রীতিমত চমকে যান শশীদেবী। তবে প্রতিপক্ষ প্রার্থীকে বাড়িতে অভ্যর্থনা জানান তিনি।
শুধু কি ভোট চাইতেই, নাকি মন্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য তাপস রায়ের অন্য কোনও উদ্দেশ্য ছিল? সেই কৌতুহল মিটিয়েছেন তাপস-শশী দুজনেই।
শশী পাঁজা জানান, তাপসবাবু বর্ষীয়ান রাজনীতিবিদ। আমার শ্বশুর অজিত পাঁজার সঙ্গে রাজনীতি করেছেন। ফলে তাঁর ছবিতে মালা দিতেই এ দিন এসেছিলেন তাপস রায়। মালা পড়িয়ে নমস্কার করে বেরিয়ে গিয়েছেন। কোনও কথা হল তাপস-শশীর? শশী পাঁজার জবাব, 'আমার সঙ্গে কোনও কথা হয়নি। অজিত পাঁজা ওঁর গুরু ছিলেন। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।'
আরও পড়ুন- Kolkata Weather Today: জেলায় জেলায় লাল সতর্কতা, তাপপ্রবাহ আরও কতদিন চলবে, জানুন টাটকা আপডেট
তাপস রায়ের কথায়, 'অজিত পাঁজার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। ১৯৭৯ সাল থেকে এই বাড়িতে আমার যাতায়াত। জয়া বৌদির (অজিত পাঁজার স্ত্রী) স্নেহ-আদর পেয়েছি। এ বাড়ির সকলের সঙ্গে ভাল সম্পর্ক আমার। তাই তাঁকে (অজিত) প্রণাম করতে এসেছিলাম।'
এরপরই মন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা জানান তাপসবাবু। বলেন, 'শশী পাঁজার সঙ্গে দেখা হল। এক জন কাউন্সিলরের সঙ্গেও দেখা হয়েছে।'
শশীদেবীর কাছে কি ভোটপ্রচার করেছেন বিজেপি প্রার্থী? তাপসের জবাব, 'নিশ্চয়ই। আমার কাজই তো তাই। কলকাতা উত্তরের ১৫ লক্ষ মানুষের কাছে যাওয়া।'
ওই কথার পর একটু থেমে তাপস রায়ের সংযোজন, 'দু’জন বাদে। এঁরা কারা বলব না। বুঝে নিতে হবে।'