Kunar Hembram joins tmc: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের মাঝেই বিরাট দলবদল। লোকসভা নির্বাচনের আগেই BJP-র সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করেছিলেন তিনি। তবে দলবদল করবেন না বলেই একটি সাক্ষাৎকারে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছিলেন কুনার হেমব্রম। তবে সেই সংকল্প তিনি রাখতে পারলেন না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবার জোড়াফুলে নাম লেখালেন IIT খড়গপুরের এই প্রাক্তনী।
লোকসভা নির্বাচনের প্রচারে আজ রাজ্যে পরপর সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদীর বঙ্গ সফরের দিনেই বিদায়ী সাংসদ তথা BJP-র পুরনো সৈনিক কুনার হেমব্রম তৃণমূলে যোগ দিলেন। যদিও লোকসভা নির্বাচনের আগেই তিনি BJP ছেড়েছিলেন। সেই সময়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে একটি সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি।
কেন BJP ছড়লেন? অন্য দলে যাবেন? এই প্রশ্নের উত্তরে সেদিন কুনার হেমব্রম বলেছিলেন, "দল ছাড়ার কথা চিঠি লিখে জানিয়ে দিয়েছি। আমি ব্যক্তিগত কারণেই দল ছাড়লাম। যতটা মনে করেছিলাম ততটা কাজই করেছি। কাজ আটকানো হয়নি। দলত্যাগ নিয়ে কিছু বলারও নেই। কোনও ক্ষোভ-বিক্ষোভও নেই। কিন্তু আমি আর দলে থেকে কাজ করতে চাইছি না। অন্য দলে যাওয়ার কথা ভাবিনি, ভবিষ্যতেও ভাবব না।" তবে শেষমেশ দলল করেই ফেললেন IIT খড়গপুরের ১৯৮৮-৮৯ ব্যাচের প্রাক্তনী তথা ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম।
আরও পড়ুন- Modi on Mamata: ‘সাধুদের অপমানের জবাব পাবেন মমতা’, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘকে নিশানায় ক্ষুব্ধ মোদী