RG Kar Incident: আরজি কর কাণ্ডে দিকে দিকে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ, বিক্ষোভ। পথে নেমে নির্যাতিতার শাস্তির দাবিতে গর্জে উঠেছেন সমাজের সকল স্তরের মানুষ। এর মধ্যে আজই আরজি কর কাণ্ডে জুনিয়ার চিকিৎসরা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে এক বিরাট মিছিল করে। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি।
আরজি কর কাণ্ডে প্রথম থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার। আজ বুধবার থেকে টানা ৫ দিন শ্যাম বাজার এক নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন ধর্না কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন - < CBI questions Sandip Ghosh: টানা জেরা সন্দীপকে, কী পেল সিবিআই? বাড়ল আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির নিরাপত্তা >
দিন কয়েক আগেই শ্যাম বাজারে ধর্না কর্মসূচীর আয়োজন করা হলেও পুলিশের তরফে সেই মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি। আদালত মঙ্গলবার শর্তসাপেক্ষে ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। তারপরই টানা পাঁচ দিন জোরালো প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে গেরুয়া শিবির।
আরজি কর কাণ্ডে বিজেপির সাংস্কৃতিক মঞ্চের তরফে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়। মশাল জালিয়ে মিছিলে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তোলা হয় স্লোগান। মিছিলে উপস্থিত রয়েছেন বিবেক অগ্নিহোত্রী, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব।