Advertisment

BJP Protest: ধর্মীয় সভায় ফিরহাদের মন্তব্যে তোলপাড়! হাতে গীতা নিয়ে বিধানসভায় বিক্ষোভ BJP-র

BJP Protest: সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে ধর্ম নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ফিরহাদ। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর আনা মুলতবি প্রস্তাব এবং তা নিয়ে আলোচনার দাবি খারিজ করে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন BJP বিধায়করা।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP protests against Firhad Hakim's comments, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, বিজেপির বিক্ষোভ

BJP Protest: বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ।

BJP protests against Firhad Hakim's comments: ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে ফের উত্তপ্ত বিধানসভা। প্রবল বিক্ষোভ BJP বিধায়কদের। ফিরহাদ হাকিমের সাম্প্রতিকতম একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুলতবি প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর আনা সেই প্রস্তাব এবং তা নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ করে দেন।

Advertisment

উল্লেখ্য সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে ধর্ম নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ফিরহাদ। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় শুভেন্দু অধিকারীর আনা মুলতবি প্রস্তাব এবং তা নিয়ে আলোচনার দাবি খারিজ করে দিয়েছেন।

এরপরেই ক্ষোভে ফেটে পড়েন BJP বিধায়করা। হাতে গীতা নিয়ে বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিধানসভার বাইরে এসেও গীতা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অগ্নিমিত্রা পালরা।

আরও পড়ুন- Mamata Banerjee: অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি রওনা মমতার! কাল যোগ নীতি আয়োগের বৈঠকে

আরও পড়ুন- Hawker Eviction: উচ্ছেদ-আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে! সীমাহীন উদ্বেগে গড়িয়াহাটের হকাররা

সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "ধর্মীয় অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে গিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেই অনুষ্ঠানেই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। ফিরহাদ হাকিমকে ক্ষমা চাইতে হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দাবি জানিয়েছি। উনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছিলেন। ওঁর কোনও অধিকার নেই হিন্দু, শেখ, জৈন, পারসিকদের অপমান করার। ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে।"

bjp Suvendu Adhikari Firhad Hakim
Advertisment