Advertisment

BJP-Rajyasabha: রাজ্যসভার প্রার্থীতালিকায় বিরাট চমক বিজেপির, সুবক্তা শমীকেই আস্থা পদ্মশিবিরের

West Bengal: এরাজ্যে বিজেপির যা বিধায়ক সংখ্যা, তাতে একজন প্রার্থীকেই জেতানো সম্ভব। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি, দেশের মোট ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP, Shamik Bhattacharya

BJP-Shamik Bhattacharya: শমীক ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপির পরিচিত মুখ। (ছবি- এক্সপ্রেস)

Shamik Bhattacharya: রাজ্যসভায় দলের প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। রাজ্যসভায় বেশ কয়েকটি আসন ফাঁকা হয়েছে। সেই আসনগুলোয় দলের প্রার্থীদের নাম স্থির করল গেরুয়া শিবির। ঘোষিত প্রার্থীদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নাম আছে শমীক ভট্টাচার্যের। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন হবে।

Advertisment
  • দেশের মোট ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে।
  • আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভায় নির্বাচন হবে।
  • তৃণমূল কংগ্রেস চার প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে।

ইতিমধ্যে এই নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস মোট চার প্রার্থীর নাম ঘোষণা করেছে। তাঁরা হলেন- সুস্মিতা দেব, মমতাবালা ঠাকুর, নাদিমুল হক ও সাংবাদিক সাগরিকা ঘোষ। এঁদের মধ্যে কেবলমাত্র নাদিমুল হকই বিদায়ী সাংসদ। তিনি এই নিয়ে তিনবার রাজ্যসভায় যাবেন। তৃণমূলের অবাঙালি সংখ্যালঘু মুখ এই নাদিমুল হক। কলকাতা থেকে প্রকাশিত এক অবাঙালি উর্দু দৈনিকের সম্পাদক। এছাড়াও পশ্চিমবঙ্গ উর্দু একাডেমিরও তিনি চেয়ারম্যান।

তৃণমূলের বাকি তিন প্রার্থীর মধ্যে তিনজনই মহিলা। এরমধ্যে মমতাবালা ঠাকুর আগে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। এছাড়াও তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শিলচরের নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেবকে। তিনিও লোকসভার প্রাক্তন সাংসদ।

বিজেপির যা বিধায়ক সংখ্যা তাতে তারা একজন প্রার্থী দিতে পারে। আর, সেই প্রার্থীই হলেন শমীক ভট্টাচার্য। রবিবার বিজেপির সর্বভারতীয় সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অরুণ সিং রাজ্যসভার প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন। তাতে দল পশ্চিমবঙ্গ থেকে নাম রেখেছে শমীক ভট্টাচার্যের। সেদিক থেকে সাংবাদিক সাগরিকা ঘোষ একেবারে নতুন মুখ।

এমনিতে শমীক ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন বিধায়ক। তিনি বসিরহাট আসন থেকে জয়ী হয়েছিলেন। সেই সময় তিনিই ছিলেন বিজেপির একমাত্র বিধায়ক। তার বহুদিন আগে বাদল ভট্টাচার্য হাবড়া আসন থেকে জয়ী হয়েছিলেন। সেই সময় বিজেপি এবং তৃণমূলের মধ্যে জোট ছিল। রাজ্য বিজেপিতে বহুদিন ধরেই শমীক ভট্টাচার্য পরিচিত মুখ। তিনি রাজ্য বিজেপিতে রাহুল সিংহের জমানা থেকেই মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলের মধ্যে সুবক্তা হিসেবে তাঁর বিশেষ পরিচয়ও আছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি, দেশের মোট ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। সেই সব আসনেও প্রার্থীতালিকা ঘোষণা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেমন উত্তরাখণ্ড থেকে প্রার্থী করা হয়েছে মহেন্দ্র ভাটকে। উত্তরপ্রদেশ থেকে প্রার্থী হয়েছেন নবীন জৈন, ড. সংগীতা বলবন্ত, অমরপাল মৌর্য, সাধনা সিং, চৌধুরি তেজবীর সিং।

আরও পড়ুন- সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কালো শাড়ি পরার নিদান, বিতর্কে বীরভূমের যুবমোর্চা নেতা

তাঁর নাম ঘোষণার পর সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, 'আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে রাজ্যসভায় পাঠানোর জন্য মনোনীত করেছেন। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে বাংলার মানুষ আমাদের যে বিধায়ক সংখ্যা দিয়েছেন, তাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্যকে পাঠাতে পারি। আমি দলের (বিজেপির) কাছে কৃতজ্ঞ। দলের সংগঠনের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি, এই বাংলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ।'

tmc bjp West Bengal Rajya Sabha Lok Sabha MLA
Advertisment