রাজ্যে আদৌ রথযাত্রা হবে কি না, তাই নিয়ে বিজেপির আবেদন আগামী সাত তারিখ শুনবে সুপ্রিম কোর্ট। বড়দিনের অবকাশ চলাকালীন শীর্ষ আদালতে শুনানির আবেদন জানিয়েছিল বিজেপি। আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরু হলে ফের বৃহস্পতিবার আবেদন জানানো হয়। আগামী ৭ জানুয়ারি শুনানির দিন ধার্য করল আদালত।
গত ২১ ডিসেম্বর রথযাত্রার ব্যাপারে শর্তসাপেক্ষ অনুমতি দেয় আদালত। পালটা রাজ্য সরকার আবেদন জানান ডিভিশন বেঞ্চে। সেখানেই আটকে পড়ে রথের চাকা। অগত্যা শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিজেপি। দ্রুত শুনানির আবেদন যদিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং এসকে কউলের ডিভিশন বেঞ্চ বিজেপির আবেদন শুনতে রাজি হয়। রাজ্য বিজেপি-র পক্ষ থেকে আদালতে আবেদন জানিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার।
আরও পড়ুন, বিজেপি-র রথযাত্রা রাজনৈতিক না সাম্প্রদায়িক স্পষ্ট নয়, হাইকোর্টে সওয়াল রাজ্যের
বিজেপি তাদের আবদনে জানিয়েছে, ভারতীয় সংবিধান মানুষকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে। এবং সংবিধান এও বলে, শুধু মাত্র সন্দেহের ভিত্তিতে যে কোনও পদক্ষেপ করতে পারে না সরকার।
রাজ্য বিজেপি নেতৃত্ব তৃণমূলের দিকে আঙ্গুল তুলে বলেছে, তৃণমূল মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
Read the full story in English