Rudranil Ghosh On Mamata: ২৬ হাজার চাকরি বাতিলে গর্জে উঠলেন রুদ্রনীল, প্যারোডিতে মমতাকে বিঁধে বেনজির আক্রমণ

Rudranil Ghosh On Mamata: সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকতার চাকরি গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার। এনিয়ে এবার ইঙ্গিতপূর্ণ পোস্টে মুখ্যমন্ত্রীকে বেনজির নিশানা বিজেপি তারকা নেতা রুদ্রনীল ঘোষের ।

Rudranil Ghosh On Mamata: সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকতার চাকরি গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার। এনিয়ে এবার ইঙ্গিতপূর্ণ পোস্টে মুখ্যমন্ত্রীকে বেনজির নিশানা বিজেপি তারকা নেতা রুদ্রনীল ঘোষের ।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp Rudranil Ghosh On Mamata: on ssc 26000 job cancel order

২৬ হাজার চাকরি বাতিলে গর্জে উঠলেন রুদ্রনীল

Rudranil Ghosh On Mamata:সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকতার চাকরি গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার। এনিয়ে এবার ইঙ্গিতপূর্ণ পোস্টে মুখ্যমন্ত্রীকে বেনজির নিশানা বিজেপি তারকা নেতা রুদ্রনীল ঘোষের । 

Advertisment

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। জেলায়-জেলায় কোথাও ৫০০ কোথাও ৭০০ কোথাওবা হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। বিপুল সংখ্যক এই শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্বভাবতই অতান্তরে পড়ে গিয়েছে একাধিক স্কুল কর্তৃপক্ষ। স্কুল পরিচালনা নিয়েই ঘোরতর আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের হাজার-হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা আজ দিশেহারা। সংসার-দুধের সন্তান, বৃদ্ধ বাবা-কে নিয়ে কী করবেন তা ভেবেই পাচ্ছেন না তাঁরা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়ে দিয়েছেন বঞ্চিত এবং যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে তাঁরা থাকবেন।  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলাতেও শোনা গিয়েছে একই সুর।  তিনি বাংলার মুখ্যমন্ত্রীর উপর শিক্ষক-শিক্ষিকাদের ভরসা রাখার কথাও বলেছেন। 

দায়ী একজন।। যিনি ঘুষ দেওয়া অবৈধদের বাঁচাতে হাজার হাজার যোগ্য ছেলেমেয়ের সর্বনাশ করলেন তথ্য লুকিয়ে।

Posted by Rudranil Ghosh on Thursday, April 3, 2025

তবে এসবের মাঝে বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ এক ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে নিশানা করেছেন। পোস্টে রুদ্রনীল মমতার একটি হাসি মুখের ছবির পাশে সুপ্রিম কোর্টের ছবি বসিয়ে তার উপর লিখেছেন, "২৬ হাজার চাকরি খেলাম, অপূর্ব তার স্বাদ, ২৬শে'তেই নিচ্ছি বিদায় চোর ক্রিমিনাল কাঁদ"। সেই সঙ্গে ২০১৬-এর এসএসসি প্যানেল বাতিলের জন্য  তিনি দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। পোস্টের সঙ্গে তিনি তাঁর ক্যাপশনে লিখেছেন , দায়ী একজন।। যিনি ঘুষ দেওয়া অবৈধদের বাঁচাতে হাজার হাজার যোগ্য ছেলেমেয়ের সর্বনাশ করলেন তথ্য লুকিয়ে"। 

Advertisment

আজ #ছোড়দি'র জন্য দু'লাইন....। যাদের সর্বনাশ করলেন,তারা ছেড়ে দেবে না,হিসাব নেবেই।✊

Posted by Rudranil Ghosh on Thursday, April 3, 2025

এখানেই শেষ নয়, আরও একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপির তারকা নেতা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ না করে হ্যাশট্যাগ ছোড়'দি দিয়ে একটি প্যারোডির মাধ্যমে সরাসরি চাকরি বাতিল ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন। ক্যাপশনে রুদ্রনীল লিখেছেন, "আজ #ছোড়দি'র জন্য দু'লাইন....। যাদের সর্বনাশ করলেন,তারা ছেড়ে দেবে না,হিসাব নেবেই"। তবে কেবল রুদ্রনীল একা নয়। এর আগেও এসএসএসির চাকরি বাতিল মামলায় রাজ্য সরকারকে একহাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অমিত মালব্য সহ একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব। 'তৃণমূলের দুর্নীতির মাশুল গুণতে হল হাজার-হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের',চাকরি বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষেরও।

mamata Rudranil Ghosh