Dilip Ghosh Show-caused: মমতাকে বাপ তুলে আক্রমণ! দিলীপকে শো-কজ নোটিস ধরাল বিজেপি

BJP Show-caused Dilip Ghosh: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণের জেরে এবার দলেই বিপাকে দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্যের তীব্র নিন্দা করে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শো-কজ নোটিস ধরানো হয়েছে। কেন এই ধরনের এই মন্তব্য, তার ব্যাখ্যাও চেয়েছে বিজেপির হাইকমান্ড।

BJP Show-caused Dilip Ghosh: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণের জেরে এবার দলেই বিপাকে দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্যের তীব্র নিন্দা করে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শো-কজ নোটিস ধরানো হয়েছে। কেন এই ধরনের এই মন্তব্য, তার ব্যাখ্যাও চেয়েছে বিজেপির হাইকমান্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
central agencises should summoned Mamata Banerjee says Dilip Ghosh

Mamata-Dilip: ফের মুখ্যমন্ত্রীকে টিপ্পনি দিলীপ ঘোষের।

BJP Show-caused Dilip Ghosh: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণের জেরে এবার দলেই বিপাকে দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্যের তীব্র নিন্দা করে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শো-কজ নোটিস ধরানো হয়েছে। কেন এই ধরনের এই মন্তব্য, তার ব্যাখ্যাও চেয়েছে বিজেপির হাইকমান্ড।

Advertisment

বিজেপির মহাসচিব অরুণ সিংয়ের স্বাক্ষরিত একটি শো-কজ নোটিস পাঠানো হয়েছে বর্ধমান-দুর্গাপুরের সাংসদকে। তাতে বলা হয়েছে, 'মাননীয় দিলীপ ঘোষ, আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। ভারতীয় জনতা পার্টির নীতি-আদর্শের পরিপন্থী। দল এই বক্তব্যের তীব্র নিন্দা করছে। সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশানুসারে আপনি যত দ্রুত সম্ভব আপনার আচরণের ব্যাখ্যা দিন।'

প্রসঙ্গত, বিগত পাঁচ বছরের চেনা জমিতে এবার আর ভোট যুদ্ধে নেই দিলীপ ঘোষ। দলের নির্দেশে তাঁকে লড়তে হচ্ছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে। দোলের দিন থেকেই প্রচারে ঝাঁপিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ। ফের চেনা ছন্দে বঙ্গ বিজেপির অন্যতম সফল প্রাক্তন সভাপতি। বেনজির মন্তব্যে নিজের রেকর্ড নিজেই ভাঙার খেলায় মত্ত দিলীপ ঘোষ! এবার তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয়!

প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন দিলীপ ঘোষ। বলেন, ‘উনি গোয়ায় গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ত্রিপুরার মেয়ে। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।’

Advertisment

আরও পড়ুন Dilip Ghosh: এবার মমতার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন দিলীপের! ফের বিতর্কিত মন্তব্যে হুলস্থূল! সরব তৃণমূল

দিলীপের এহেন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে মুখর তৃণমূল। দলের এক্স হ্যান্ডেলে তৃণমূলের পোস্ট, ‘বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রাজনৈতিক নেতৃত্বের নামে কলঙ্ক! মা দুর্গার বংশকে চ্যালেঞ্জ করার পর উনি এখন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশ নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি নৈতিক দেউলিয়াপনার নোংরা গভীরতায় ডুবে গেছেন। একটি বিষয় স্পষ্ট: হিন্দুধর্মের শ্রদ্ধেয় দেবীই হোক বা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী- বাংলার মহিলাদের জন্য ঘোষের কোনও সম্মান নেই।’

দিলীপের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) সূত্রে খবর, জেলাশাসকের কাছ থেকে ওই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট এলে তা দিল্লিতে কমিশনের দফতরে পাঠানো হবে। কমিশন খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে। প্রসঙ্গত, দুর্গাপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ মঙ্গলবার সকালে মমতাকে ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ।

West Bengal dilip ghosh tmc bjp loksabha election 2024 Mamata Banerjee