দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভার বিজেপির বুথ সভাপতিকে গলায় গামছা পেঁচিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার বুথ সভাপতি স্বাধীন রায়ের মৃতদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও তৃণমূল কংগ্রেস বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে।
এর আগে রাজ্যে একাধিক বিজেপি কর্মীকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিল বিজেপি। এমনকী হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনা হত্যা না আত্মহত্যা তা নিয়ে চাপান-উতোর চলেছে বিজেপি-তৃণমূলে। জানা গিয়েছে, একদিকে বিজেপির বুথ সভাপতির মৃতদেহ পড়েছিল, অন্য দিকে একটু দূরে তাঁর বাইক পড়েছিল।
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকন্ত মজুমদার বলেন, "ওই এলাকায় বিজেপিকে সাংগঠনিক কাজ করতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস। বাঁসা পাড়ার ১৬৬ নম্বর বুথের সভাপতি স্বাধীন রায় ওখানে সাংগঠনিক কাজে সক্রিয় ছিল। তাই তাঁকে খুন করা হল। পুরুলিয়ার ত্রিলোচন মাহাত, হেমতাবাদের বিধায়ক সহ বিজেপি কর্মীদের এভবেই গলায় ফাঁস দিয়ে হত্যা করা হচ্ছে। নির্জন এলাকায় ওর মৃতদেহ পড়েছিল।"
বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি করে আসছে এরাজ্য প্রায় ১২০ জন বিজেপি নেতা-কর্মীকে খুন করা হয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একাধিকবার নালিশ জানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে আইন-শৃঙ্খলা নিয়ে রিপোর্ট দিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকরও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন