Advertisment

এবার বিজেপিতেও 'খেলা হবে'? অনুপমকে বিঁধতে গিয়ে কী বলে বসলেন সুকান্ত?

বিজেপি রাজ্য সভাপতির টিপ্পনিতে এটা স্পষ্ট যে অনুপম ইস্যুতে দলে কাদা ছোঁড়াছুঁড়ি এখনই থামার লক্ষ্মণ নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP state president Sukanta Majumdars sarcasm on Anupam Hazra

ছবির বাঁদিকে অনুপম হাজরা ও ডানদিকে সুকান্ত মজুমদার।

অনুপম হাজরাকে পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতির টিপ্পনিতে এটা স্পষ্ট যে অনুপম ইস্যুতে বঙ্গ বিজেপিতে কাদা ছোঁড়াছুঁড়ি এখনই থামার লক্ষ্মণ নেই। 'অনেক খেলা বাকি', ফেসবুক পোস্টে অনুপম হাজরার এই মন্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও। এরই পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন বিজেপি সাংসদ।

Advertisment

কী বলেছেন সুকান্ত মজুমদার?

"ফেসবুকে উনি কী লিখেছেন তা জানি না। তবে খেলাধূলা চালিয়ে যাওয়াটা শরীরের পক্ষে ভালো। নিরাপত্তা কারা পাবেন, সেটা আইবি ডিপার্টমেন্ট দেখে। ওরাই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সুপারিশ করে।"

নিরাপত্তা তুলে নেওয়া নিয়ে ফেসবুকে কী লিখেছেলিন অনুপম হাজরা?

"অনেক খেলা বাকি। আর এক এক ব্যাটসম্যানের খেলার ধরন এক এক রকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোরমুক্ত বিজেপি চাই।"

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি নেতা অনুপম হাজরার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে চর্চার শেষ নেই। অনেকেই বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রবল সমালোচনার 'ফল' পেয়েছেন অনুপম হাজরা। একাধিক ইস্যুতে সরাসরি দলের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদকে সরাসরি নিশানা করেছিলেন অনুপম হাজরা। অনুপমের কথার জবাব দিতেও দেখা গিয়েছে সুকান্তকে।

আরও পড়ুন- মুসলিম শিল্পীর হাতে তৈরি রামের মূর্তি, অযোধ্যার মন্দির সাজিয়ে তুলতে প্রাণপাত জামালউদ্দিনের

একটা সময় অনুপম হাজরা ইস্যুতে সুকান্ত মজুমদার বলেছিলেন, "কেন্দ্র সবই জানে। কিছুদিনের মধ্যেই এর ফল দেখতে পাবেন।" অনুপম হাজরার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার পিছনে রাজনৈতিক মহলের একাংশ সুকান্তর সেই বার্তারই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন। তবে অনুপম কিন্তু এখনও অন্য ইঙ্গিতেও ব্যস্ত।

আরও পড়ুন- ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতা পাঠ, এর ফল কী হতে পারে? জানালেন বিজেপি সাংসদ

Sukanta Majumder West Bengal bjp Anupam Hazra
Advertisment