Sukanta Majumdar: এবার বাংলাতেও বুলডোজার মডেল চালুর হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। "২০২৬-এ বিজেপির সরকার হলে ওই বাড়ির (শেখ শাহাজাহানের) উপর বুলডোজার চলবে, বিজেপির বুলডোজার।" বৃহস্পতিবার সন্দেশখালি-কাণ্ডের প্রতিবাদে ন্যাজাট থানা ঘেরাও অভিযান করে বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দলের এই কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতৃত্ব।
কী বলেছেন সুকান্ত মজুমদার?
"শেখ শাহাজাহান (Seikh Shahjahan) মানুষের উপর অত্যাচার চালিয়েছে। আদিবাসীদের জমি দখল করে ভেড়ি বানিয়েছে। লুঠ করছে। এই ধরনের দুষ্কৃতী রোহিঙ্গাদের এনে বসাচ্ছে। বুলডোজার চলবে। যে বাড়ির তালা ভাঙতে গিয়ে এত ঝামেলা, কথা দিয়ে গেলাম '২৬-এ বিজেপির সরকার হলে ওই বাড়ির উপর বুলডোজার চলবে, বিজেপির বুলডোজার।"
সন্দেশখালির ঘটনার ৬ দিন পরেও এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহাজাহান। তবে সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাবি, পুলিশ জানে শাহাজাহান কোথায় আছে। সুকান্তর কথায়, "মুখ্যমন্ত্রীর সঙ্গে সমঝেতাা চলছে শেখ শাহাজাহানের। শেখ শাহাজাহান দাবি জানিয়েছে, দল যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমি আত্মসমর্পণ করব। পুলিশ জানে শেখ শাহাজাহান কোথায় আছে।"
আরও পড়ুন- Royal Bengal Tiger: একেবারে ঘরের দোরে প্রকাণ্ড বাঘ! দরজা এঁটে সিঁটিয়ে ছিলেন গ্রামবাসীরা! তারপর?
সন্দেশখালিতে (Sandeshkhali) শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডির অফিসারের। মারতে মারতে শাহাজাহানের বাড়ি থেকে কেন্দ্রীয় সংস্থার কর্মীদের বের করে দেয় শাহাজাহান অনুগামীরা। ওই ঘটনার ৬ দিন পরেও শাহাজাহানের খোঁজ নেই। অবিলম্বে শাহাজাহান-সহ অন্য অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার ন্যাজাট থানা অভিযানের ডাক দেয় বিজেপি।
দলের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে এদিনের অভিযান শুরু হতেই উত্তেজনা বাড়ে। ন্যাজাট থানা চত্বরে ১৪৪ ধারা জারির কথা জানায় পুলিশ। রাস্তায় ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকাতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিজেপির কর্মীরা ব্যারিকেড ভেঙে ফেলেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের।
সুকান্ত মজুমদারের সঙ্গেও পুলিশের বাদানুবাদ চলে। এরপরেও বিশাল পুলিশবাহিনী গিয়ে মিছিল থামায়। রাস্তায় বসে প্রতিবাদ শুরু করে বিজেপি। বিজেপির ৫ প্রতিনিধি এদিন ন্যাজাট থাবায় গিয়ে শাহাজাহনদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন।