Advertisment

Suvendu Adhikari: 'তৃণমূলের প্রতীকে পারফিউম ঢালা হয়', সাংঘাতিক অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari on TMC: আবারও রাজ্যের শাসকদলকে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন রাজভবনে শ'খানেক 'বঞ্চিত' ভোটারকে নিয়ে নালিশ জানাতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সদ্য সমাপ্ত উপনির্বাচনেও তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP Suvendu Adhikari complains to Governor about violence against Tmc in bypoll, রাজভবনে শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: ফের তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনেও রাজ্যের শাসকদল সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। এদিন রাজভবনে এবারের উপনির্বাচনে ভোট দিতে না পারা ১০০ জনকে নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার রাষ্ট্রপতি ভবন এমনকী নির্বাচন কমিশনেও বঞ্চিত ভোটারদের নিয়ে যাবেন বলে জানিয়েছেন দাপুটে এই বিজেপি নেতা।

Advertisment

ফের স্বমহিমায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজভবনে এবারের উপনির্বাচনে ভোট দিতে পারেননি এমন ১০০ জনকে নিয়ে নালিশ জানাতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিচয় গোপন রাখতে মুখ ঢেকে রাজভবনে গিয়েছিলেন BJP কর্মীরা। তৃণমূলের সন্ত্রাসের কারণেই তাঁরা ভোট দিতে পারনেনি বলে দাবি বিরোধী দলনেতার।

শুভেন্দু অধিকারী এদিন বলেন, "বিজেপি করায় তৃণমূলের সন্ত্রাস। RTI করেছি, উত্তর পাওয়ার পর আইনি পদক্ষেপ করব। রাষ্ট্রপতির কাছে ভোটদানে বঞ্চিতদের নিয়ে নালিশ জানাব। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান, দেখুন পশ্চিমবঙ্গে কী হচ্ছে। তৃণমূলের প্রতিটি পারফিউম ঢালা হয়। ভোট দিতে পারেননি এমন পাঁচজনকে নিয়ে নির্বাচন কমিশনে যাব। ওয়েব কাস্টিং সব প্রার্থীকে দেখতে দিতে হবে।"

আরও পড়ুন- Success Story: গগনভেদী সংকল্পে অবিশ্বাস্য সাফল্যের শীর্ষে বাঙালি! অকল্পনীয় দক্ষতায় দুরন্ত বিজয়

এদিন তিনি আরও বলেন, "৮ জন গোঁজ প্রার্থী দিয়ে ৮ জন করে এজেন্ট বসিয়েছে তৃণমূল। ৮ জন এজেন্ট বুথের মধ্যে তৃণমূলের হয়ে গুন্ডামি করেছে। কেন্দ্রীয় বাহিনীর হাত-পা বাধা। বুথের বাইরে দাঁড় করিয়ে রাখে।"

আরও পড়ুন- Darjeeling’s Jawan martyred: কাশ্মীরের জঙ্গলে সেনা-জঙ্গি দুর্ভেদ্য এনকাউন্টার! দুর্ধর্ষ অভিযানে শহিদ বাংলার বীর জওয়ান

Suvendu Adhikari cv ananda bose bjp tmc
Advertisment