Advertisment

মোদীর অনুষ্ঠানের আগেই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম

ছেঁড়া হল প্রধানমন্ত্রীর ফ্লেক্স, যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
Battlefield Nandigram. Second Phase Poll, Bengal Election 2021, CPIM, BJP, TMC, Suvendu Adhikari, Mamata Banerjee

ছবি প্রতীকী।

রবিবার প্রধানমন্ত্রী রাজ্যে আসার আগেই ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল পূর্ব মেদিনীপুর। হলদিয়া এদিন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে হলদিয়াতে রাজনৈতিক সভাও রয়েছে তাঁর। তার আগেই নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ছেঁড়া হল প্রধানমন্ত্রীর ফ্লেক্স, যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

Advertisment

হলদিয়ার হেলিপ্যাড ময়দানে মোদীর সভাস্থলে মঞ্চ বাঁধার কাজ করছিলেন কিছু বিজেপি কর্মী। অভিযোগ, সেইসময় তাঁদের উপর হামলা চালানো হয়। পাঁচজন বিজেপি কর্মী আহত হন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হয়। প্রথমে তাঁদের তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আশঙ্কাজনক ব্যক্তিতে দ্রুত কলকাতার হাসপাতালে পাঠানো হয়। তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ করছে। এই হামলায় তাঁদের দলের কেউ জড়িত নন।

উত্তেজন ছড়িয়েছে কমলপুরেও। প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে ওই এলাকায় বেশ কিছু ফ্লেক্স লাগিয়েছেন বিজেপি কর্মীরা। সেই ফ্লেক্সও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই পিছনেও তৃণমূলের হাত দেখছেন বিজেপি কর্মী-সমর্থকরা। তবে এক্ষেত্রেও অভিযোগ নস্যাৎ করেছে ঘাসফুল শিবির। দু’টি ঘটনাতেই অত্যন্ত ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এভাবে বিজেপিকে রোখা সম্ভব নয় বলেই দাবি তাঁর।

tmc bjp PM Narendra Modi
Advertisment