Advertisment

'রাহুলকে মোদির বিরোধী বানাতে চাইছে বিজেপি', ফাঁস করল তৃণমূল

তবে কংগ্রেসের সঙ্গে আমরা সমদূরত্ব রাখব, তেমনটা বলছি না।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata abhishek akhilesh Yechury opposed rahul gandhis mp seat disqualification, বহিষ্কারের পরই বৈরিতা উধাও, রাহুলের পাশে মমতা, গর্জে উঠলেন অভিষেক, অখিলেশ, ইয়েচুরিরা-ও

কংগ্রেসকে কী বার্তা মমতার?

আগামী বছর লোকসবা ভোট। মোদী সরকারকে কেন্দ্র থেকে উৎখাতে মরিয়া বাংলার শাসক দল। কিন্তু জন্য কংগ্রেসের হাত ধরা নিয়ে নিজেদের আপত্তির কথা ফের বললো তৃণমূল। কংগ্রেসের আচরণ 'বিগ বস'-এর মতো বলে অভিযোগ লোকসভার সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। স্পষ্ট করে বললেন, 'বিরোদী জোটের নামে কংগ্রেসের দাদাগিরি মানবে না তৃণমূল।' তবে, বিজেপির বিরুদ্ধে লড়তে এখনই তৃতীয় ফ্রন্ট গঠনের কোনও সম্ভাবনা নেই বলে দাবি তাঁর।

Advertisment

কালীঘাটে দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও সভাধিপতিদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'কংগ্রেস বিরোধীদের ডেকেছিল। শুরুতে তৃণমূলের হয়ে আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু তাদের বিগ বসের মতো আচরণ। তৃণমূল গান্ধী মূর্তির নিচে সংসদে নানা ইস্যুতে আমরা বিক্ষোভ করেছি। বলা হচ্ছে, রাহুল গান্ধী ক্ষমা না চাইলে বিজেপি সংসদ চালাতে দেবে না। আমরা মুখে কালো কাপড় বেঁধে বলেছি, আমাদের বলতে দিতে হবে।'

এরপর বিস্ফোরক অভিযোগ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলেন, 'বিজেপিই চাইছে, রাহুলকে মোদির বিরোধী বানাতে। তাতে ওদের ভোটে লড়তে সুবিধা হবে। বিরোধী ভোট একজোট হবে না। আমরা এটার মধ্যে নেই।'

প্রথম থেকে মুখহীন আগে বিরোধী জোটের পক্ষে তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'প্রধানমন্ত্রী নিয়ে কোনও ভাবনা নেই। কিন্তু আগে লড়াই হবে, তৃণমূল কংগ্রেস একলা চলার ক্ষমতা রাখে। কংগ্রেসের সঙ্গে আমরা সমদূরত্ব রাখব, তেমনটা বলছি না। আমরা একসঙ্গে আওয়াজ তোলার কথা বলেছি। তারা নেতৃত্বের ভূমিকায় যেতে চায়। সেটা কীভাবে সম্ভব?'

tmc bjp CONGRESS rahul gandhi Mamata Banerjee modi
Advertisment