Advertisment

ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু বিজেপি ওয়ার্ড কোঅর্ডিনেটরের

পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া থেকে গাড়িতে কলকাতায় ফিরছিলেন বিজেপির ওয়ার্ড কোঅর্ডিনেটর। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী ও মেয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bjp ward co ordinator tista biswas died is an accident at tamluk

পথ দুর্ঘটনায় মৃত্যু বিজেপি ওয়ার্ড কোঅর্ডিনেটরের।

পথ দুর্ঘটনায় মৃত্যু কলকাতা পুরসভার ৮৬ নং ওয়ার্ড কোঅর্ডিনেটর তথা বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাসের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী ও মেয়ে। বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুকে ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। বিজেপি নেত্রীর আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। দলীয় নেত্রীর মর্মান্তিক এই পরিণতিতে শোকপ্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুর্ঘটনার খবর পেয়েই তিস্তার কলকাতার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisment

জানা গিয়েছে, রাজনীতির পাশাপাশি সমানতালে লেখাপড়াও চালিয়ে যাচ্ছিলেন কলকাতা পুরসভার বিজেপির ৮৬ নং ওয়ার্ড কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাস। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার একটি কলেজ থেকে এম.এড-র চূড়ান্ত বর্ষের শংসাপত্র আনতে গিয়েছিলেন তিনি। স্বামী ও মেয়েকে সঙ্গে নিয়ে গাড়িতেই গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর। কলেজ থেকে শংসাপত্র নিয়ে কলকাতায় ফিরছিলেন তাঁরা। গাড়ি চালাচ্ছিলেন তিস্তার স্বামী গৌরব। তমলুকের নিমতৌড়িতে ৪১ নং জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন তাঁরা।

আগে থেকেই ওই রাস্তায় একটি লরি বিকল হয়ে গিয়েছিল। তা দেখে গাড়ির গতি কমিয়েও দিয়েছিলেন তিস্তার স্বামী গৌরব। তখনই পিছন থেকে সজোরে তাঁদের গাড়িতে ধাক্কা দেয় একটি তেলের ট্যাঙ্কার। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় তাঁদের গাড়িটি। দুর্ঘটনা দেখেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাসের স্বামী ও মেয়েকে।

আরও পড়ুন- এবার কলকাতাতেও ডিজেলের সেঞ্চুরি, ফের দাম বাড়ল পেট্রোলের

তবে তিস্তাকে গাড়ি থেকে বের করতে পারেননি স্থানীয়রা। শেষমেশ পুলিশ এসে গাড়ির পিছনের সিট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিস্তাকে। দ্রুত তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তিস্তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, তিস্তার স্বামী ও মেয়েরও প্রাথমিক চিকিৎসা হয় তমলুক জেলা হাসপাতালে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

accident Tamluk bjp
Advertisment