Advertisment

BJP West Bengal: যোগ্য চাকরিহারাদের জন্য বিরাট সুখবর! আগামী বুধবার থেকেই 'বাম্পার' উদ্যোগ বঙ্গ BJP-র!

BJP West Bengal: দিন কয়েক আগেই রাজ্যে লোকসভা নির্বাচনের নির্বাচনের প্রচারে এসে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন মোদী। এরাজ্যে তাঁর দলের নেতৃত্বকে তিনি এব্যাপারে তৎপর হতে নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই বার্তার পরপরই এবার চূড়ান্ত তৎপরতা রাজ্য বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp west bengal legal cell portal Job losers ssc verdict

BJP West Bengal: প্রধানমন্ত্রীর নির্দেশে যোগ্য চাকরিহারাদের পাশে বঙ্গ বিজেপি।

BJP West Bengal: যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে রাজ্য BJP-কে তৎপর হতে নির্দেশ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লিগাল সেল তৈরি করে আইনি সহায়তার কথা বলেছিলেন মোদী। দলের শীর্ষ সেনাপতির সেই নির্দেশকে মান্যতা দিয়েই দুরন্ত তৎপরতা বঙ্গ বিজেপির। তৈরি হচ্ছে লিগাল সেল। গেরুয়া দলের এই লিগাল সেলে থাকবেন পাঁচ আইনজীবী।

Advertisment

BJP মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, যোগ্য চাকরিবারাদের পাশে থাকবে BJP। তাঁদের আইনি সহায়তা দিতে এই পাঁচ সদস্যের লিগাল সেল তৈরি হচ্ছে। এই লিগাল সেলে থাকবেন সহস্রাংশু ভট্টাচার্য, সুকান্ত চক্রবর্তী, কৌস্তভ দাস, তিলক মিত্র এবং রাহুল সরকার। এছাড়াও একটি বিশেষ পোর্টাল লঞ্চ হচ্ছে আগামী বুধবার অর্থাৎ ৮ মে। এই পোর্টালে (Portal) যোগ্যতা থাকা সত্ত্বেও যাঁদের চাকরি গিয়েছে তাঁরা তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রয়োজনে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে গিয়ে তাঁদের জন্য আইনি লড়াই করবে রাজ্য বিজেপি। মামলার সব খরচও গেরুয়া দলই বহন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্যের কথায়, "এতগুলো ছেলেমেয়েদের জীবন-যৌবন ধ্বংসের মুখে চলে গেল তৃণমূলের দুর্নীতির জন্য। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আদালতে গিয়ে তাদের অবস্থান পরিবর্তন করেছে। SSC-রাজ্য সরকারের অবস্থানের মিল নেই। কখনও রাজ্য এক কথা বলছে, কখনও SSC উল্টো কথা বলছে। এখন শেষবেলায় SSC বলছে তারা যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে পারেন। রাজ্যের শিক্ষামন্ত্রীও জানিয়েছেন তাঁরা যোগ্য যাঁরা আছেন তাঁদের পক্ষে আছেন। তার মানে তিনিও স্বীকার করছেন এর মধ্যে অযোগ্যরাও আছে। কুণাল ঘোষও জানিয়েছেন কয়েকজন নেতার পাপের কারণে দলকে আজ এত বড় অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে।"

আরও পড়ুন- Eastern Railway: ইতিহাস গড়ল পূর্ব রেল! যাত্রী স্বাচ্ছন্দ্যে অভাবনীয় তৎপরতা, যুগান্তকারী কীর্তি জানলে তাজ্জব হবেন!

উল্লেখ্য, দিন কয়েক আগেই রাজ্যে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্বাচনের প্রচারে এসে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন মোদী। এরাজ্যে তাঁর দলের নেতৃত্বকে তিনি এব্যাপারে তৎপর হতে নির্দেশ দিয়েছিলেন। মোদী সেদিন বলেছিলেন, "BJP যোগ্য শিক্ষকদের আইনি সহায়তা দেবে। তাদের ন্যায্য বিচারের জন্য লড়বে। নির্বাচন চলতে থাকলেও যোগ্য শিক্ষকদের সঙ্গে থাকবেন BJP নেতারা। যাঁরা পাপ করেছেন তাঁরা সাজা পাক। যোগ্য শিক্ষকদের পাশে থাকবে বিজেপি, এটা মোদীর গ্যারান্টি। তৃণমূলের তোলাবাজি চলতে দেব না। কেমন দুর্নীতি হয়েছে, বান্ডিল-বান্ডিল নোট মিলেছে। নোট গুণতে গুণতে মেশিন ক্লান্ত হয়ে গেছে। এত টাকা মেরে নিয়েছে।"

প্রধানমন্ত্রীর সেই বার্তার পরেই তৎপর হয়েছে বঙ্গ বিজেপি। মোদীর কথা মতোই তৈরি হচ্ছে লিগাল সেল। এই লিগাল সেল যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তা দেবে বলে জানানো হয়েছে বিজেপির তরফে। আাগামী বুধবার থেকে চালু হচ্ছে একটি বিশেষ পোর্টাল। যেখানে যোগ্য চাকরিহারারা চাইলে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।

আরও পড়ুন- Kolkata Weather Today: আছড়ে পড়বে কালবৈশাখী, প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা, জ্বালাপোড়া গরম থেকে অবশেষে মুক্তি

tmc bjp West Bengal modi WB SSC Scam
Advertisment