Advertisment

টার্গেট বাংলা, ফ্যাক্ট ফাইন্ডিংয়ের পরও নজরদারিতে আরও কড়া পদক্ষেপ বিজেপির

সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কী করলেন?

author-image
IE Bangla Web Desk
New Update
bjp west bengal women committee , টার্গেট বাংলা, ফ্যাক্ট ফাইন্ডিংয়ের পরও নজরদারিতে আরও কড়া পদক্ষেপ বিজেপির

ফের বিজেপির নিশানায় মমতা।

পঞ্চেয়েত ভোটে অশান্তি ছড়িয়েছিল বাংলায়। ভোট পরবর্তী হিংসাতেও উত্তপ্ত বাংলা। এই প্রেক্ষাপটে এবার পাঁচ সদস্যর কমিটি গঠন করল বিজেপি। কমিটিতে থাকা পাঁচজনই মহিলা এবং বিজেপি সাংসদ। পঞ্চায়েত ভোটে মহিলাদের উপর যে আক্রমণ হয়েছে, মূলত সেটাই দেখবে এই মহিলা সম্বলিতকমিটি। বিজেপি সাংসদ সরোজ পাণ্ডের নেতৃত্বে এই কমিটি বাংলায় আসছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই কমিটি গঠন করে দেন।

Advertisment

সোমবার বিজেপির জাতীয় মহাসচিব অরুণ সিংয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে হয়েছে, বাংলার পঞ্চায়েত ভোটে মহিলাদের উপর যে হিংসা হয়েছে, তা খতিয়ে দেখতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি দল তৈরি করে দিয়েছেন। এই দল বাংলার হিংসা বিধ্বস্ত এলাকায় যাবে। আক্রান্তদের সঙ্গে কথা বলবে। এরপর সেই রিপোর্ট জেপি নাড্ডাকে দেবে।

বিজেপির পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন সাংসদ সরোজ পাণ্ডে, সাংসদ রমা দেবী, সাংসদ অপরাজিতা সারেঙ্গি, সাংসদ কবিতা পাতিদার ও সাংসদ সন্ধ্যা রায়। এর আগে রবীশঙ্কর প্রসাদের নেতৃত্বে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল। যারা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় গিয়েছিল। একইসঙ্গে উত্তরবঙ্গে কোচবিহারেও গিয়েছিল তারা।

ভোট পরবর্তী রাজ্য সফরে এসে রবীশঙ্কর প্রসাদ কড়া ভাষায় আক্রমণ করেছিলেন এ রাজ্যের সরকার ও মুখ্যমন্ত্রীকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী আফশোস করেছেন হিংসার ঘটনা নিয়ে। শুধু আফশোস করলে তো আর হবে না। পদক্ষেপও করতে হবে।' একইসঙ্গে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিই গিয়ে রিপোর্ট দেয় জেপি নাড্ডাকেই। এবার মহিলাদের বিষয়ে দেখতে আলাদা দল পাঠাচ্ছে বিজেপি।

পাল্টা টুইটে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের অবস্থার কথা তুলে ধরা হয়েছে।

panchayat election 2023 West Bengal bjp tmc
Advertisment