Advertisment

RG Kar Protest-BJP: আরজি কর ইস্যুতে যে কোনও গণতান্ত্রিক আন্দোলনে BJP-র সমর্থন: সুকান্ত

RG Kar Case: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতি বাংলা জুড়ে। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে প্রতিদিন সমাজের বিভিন্ন অংশের মানুষজন প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। রাজনৈতিক দলগুলিও নিজেদের মতো করে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে। এদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামিকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp will supports any democratic protest on rg kar issue, says sukanta majumdar, আরজি কর, বিক্ষোভ, সুকান্ত মজুমদার, নবান্ন অভিযান

RG Kar Protest: আরজি কর কাণ্ডে গণতান্ত্রিক আন্দোলনে বিজেপি সমর্থন করবে বলে জানালেন সুকান্ত মজুমদার।

RG Kar Protest-BJP: আরজি কর কাণ্ড নিয়ে যে কোনও গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করবে বিজেপি, কোনও রাখঢাক না রেখে সাফ জানিয়ে দিলেন দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনকে কেন্দ্র করে চলা লাগাতার আন্দোলনকে তৃণমূল ভয় পেয়েছে বলেও এদিন কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।

Advertisment

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামিকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তবে সোমবারই সাংবাদিক সম্মেলন করে আগামিকালের নবান্ন অভিযানের ডাকের পিছনে বিজেপির মদতের অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এমনকী একটি ভিডিও দেখিয়ে মঙ্গলবারের নবান্ন অভিযানের ডাকে পিছনে গভীর চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ ছিল তৃণমূল নেতার। যদিও কুণাল ঘোষেক সেই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিক সম্মেলন করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "আরজি কর কাণ্ডে আন্দোলন দেখে ভয় পেয়েছে তৃণমূল। আগামিকালের নবান্ন অভিযানের ডাক আমরা দিইনি। তবে আগামিকালের নবান্ন অভিযানে আমাদেরও সমর্থন আছে। যে ভিডিও তৃণমূল দেখিয়েছে সেটা যাচাই করা দরকার। ওই ভিডিও বিকৃত করা হয়েছে।

আরও পড়ুন- RG Kar Protest-Nabanna Abhijan: আরজি কর ইস্যুতে নবান্ন অভিযান, ‘মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে’, হুঙ্কার তৃণমূলের

ছাত্র সমাজকে ভয় দেখাতে ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে। ছাত্র সমাজের গণতান্ত্রিক আন্দোলনকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করবে বিজেপি।"

আরও পড়ুন- Eastern Rail: মাস্টারস্ট্রোক রেলের! যাত্রী পরিষেবা মসৃণ করতে নজিরবিহীন পদক্ষেপ চর্চায়!

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এই কর্মসূচি ঘিরেই যেন সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। “আরজি করের বিচার চাইলে আমাদের সবার একটাই স্বর। কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে।” মারাত্মক হুঙ্কার তৃণমূল নেতা কুণাল ঘোষের।

আরও পড়ুন- Abhishek Banerjee: অভিষেক কন্যাকে ভয়ঙ্কর হুমকি, নিন্দায় গর্জে উঠলেন ডেরেক ও ব্রায়েন

তিনি আরও বলেন, “একটা গণ্ডগোল করার পরিকল্পনা রয়েছে। কাল নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। কোনও সংগঠন কালকের কর্মসূচি করছে না। সোশ্যাল মিডিয়ার লোক ক্ষেপিয়ে নবান্ন অভিযানের ডাক। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে, তারাই উসকানি দিয়ে হিংসা করাতে চাইছে। BJP, RSS ও ABVP এসবে উসকানি দিচ্ছে। পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হতে পারে।"

RG Kar Medical College Sukanta Majumder bjp
Advertisment