প্রকাশ্যে সাপে-নেউলে সম্পর্ক। রাজনীতির ময়দানে এক পক্ষ অন্য শিবিরকে দুষছে অহরহ। এমনকী আক্রমণ প্রতি-আক্রমণ ব্যক্তিগত গণ্ডিও অতিক্রম করে যায়। কিন্তু পুজোর আগে পরিস্থিতি যেন ভিন্ন। অনেকটা যেন, 'মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না' অবস্থা। শারদীয়া উপলক্ষে গত সপ্তাহে বিজেপির মহিলা বিধায়কদের শাড়ি উপহার পাঠান মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়! এতদিন ধরে তা ছিল বিরোধী দলনেতার ঘরেই। কিন্তু শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী থেকে আসা শাড়িগুলো পদ্ম দলের মহিলা বিধায়করা ফিরিয়ে দিয়েছেন।
বিধানসভা সূত্রে খবর, পুজোয় প্রতিবারই শাসক ও বিরোধী বিধায়কদের জন্য পোশাক উপহার দেন মুখ্যমন্ত্রী। এবারও তার অন্যথা হয়নি। গত সপ্তাহেই তৃণমূল ও বিজেপির মহিলা বিধায়কদের জন্য শাড়ি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়-ফুল শিবিরের মহিলা বিধায়কদের মধ্যে সেই উপহারের শাড়ি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিলি করেছিলেন। আর পদ্ম শিবিরের মহিলা বিধায়কদের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে পৌঁছে দেন রাজ্যের আরেক মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
কেন উৎসবের উপহারেও রাজনীতির উত্তাপ? বিজেপি সূত্রে জানানো হয়েছে যে, এই উপহার আসলে 'অসম্মান'। তাঁদের অনুপস্থিতিতেই মন্ত্রী ফিরহাদ হাকিম বিরোধী দলনেতার ঘরে গিয়ে উপহারের শাড়ি দিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন আসনসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, 'বাংলায় নারীরা নিরাপদ নন। কামদুনির দোষীদের সাজা কমেছে। বিরোধীদের রাজনীতির স্বাধীনতা নেই। বিরোধী কণ্ঠস্বরকে দমাতে বিজেপি নেতা, কর্মীদের নামে ভুয়ো মামলা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে উপহার গ্রহণের কোনও অর্থ নেই। উনি ভাবলেন কীভাবে ওই শাড়ি আমরা পড়ব?'
পাল্টা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, 'বিরোধীরা সৌজন্য জানেন না।'
আরও পড়ুন- পার্থর অভ্যাস যায় না মোলে! এবার জেলে এমন কী চেয়ে বসলেন?