শনিবার পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। চলছে রুট মার্চ। সুরক্ষায় মোতায়েন রয়েছে ভিন রাজ্যের পুলিশও। কিন্তু অবস্থার বদল নেই। বিরামহীন হিংসা জারি রয়েছে পশ্চিমবঙ্গে। ফের খুনের অভিযোগ। এবার নির্দল প্রার্থীর স্বামীকে খুনের অভিযোগ উঠল বীরভূমের হিংলো অঞ্চলের সারেন্ডার গ্রামে। নিহত দিলীপ মাহারা তাদের দলের কর্মী বলে দাবি তাঁর বিজেপির।
Advertisment
বৃহস্পতিবার ভোরে মহম্মদবাজারের সেরেন্ডা গ্রামে একটি পুকুরের পাশ থেকে দিলীপ মাহারার দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাত, রক্তের দাগ রয়েছে। ফলে তাঁকে খুন করা হয়েছে বলেই অনুমান।
নিহতের স্ত্রী ছবি মাহারা এবার পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী। জানা গিয়েছে, ছবি প্রথমে বিজেপি প্রার্থী হিসাবেই মনোনয়নপত্র জমা করেছিলেন। কিন্তু বিজেপি পরে তাঁকে টিকিট না দেওয়ায় ছবি নির্দল প্রার্থী হিসাবে ভোট ময়দানে নেমেছেন। তাঁর স্বামীকে শাসক দল তৃণমূল আশ্রিতরাই খুন করেছেন বলে অভিযোগ নির্দল প্রার্থীর।
নিহতের স্ত্রী ছবি মাগারা বলেছেন, 'গতকাল রাত ৮টার পর থেকে তার থেকে আমার স্বামীর খোঁজ পাচ্ছিলাম না। ভোরবেলা জানতে পারি ওঁর দেহ পড়ে রয়েছে। তৃণমূলের লোকেরা ওঁকে মেরেছে। আমি প্রার্থী হয়েছি পঞ্চায়েত ভোটে। তাই আমার স্বামীকে মেরে দিল।' মৃতের পুত্র উৎপল মাহারার অভিযোগ যে, আমার বাবাকে কালী বন্দ্যোপাধ্যায়ের লোকেরা মেরেছে। ওঁকে গ্রেফতার করতে হবে। কড়া শাস্তি চাই।'
তৃণমূল অবশ্য অভিযোগ নস্যাৎ করেছে। শাসক দলের যুগ্ম আহ্বায়ক কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'তৃণমূল মারামারির রাজনীতি করে না। করবেও না। বিজেপি কর্মীর স্ত্রী নির্দল প্রার্থী হয়েছেন। ফলে এটা ওদের নিজেদের মধ্যেকার বিবাদ থেকেই ঘটেছে। তদন্ত হলেই স্পষ্ট হয়ে যাবে সব।'