রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে করছে রাজ্য বিজেপি। এদিকে রানাঘাটে ফের এক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা খুন করেছে বলেই অভিযোগ করেছে বিজেপির জেলা সভাপতি মানবেন্দ্র রায়। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।
জানা যাচ্ছে, রানাঘাট থানার কলাইঘাটা গ্রামের বাসিন্দা হরলাল দেবনাথ বাড়ির কাছেই একটি মুদিখানা দোকান চালাতেন। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ তিনি দোকান বন্ধ করার তোড়জোড় করছিলেন। তখনই দুই যুবক আচমকা তাঁকে পিছন থেকে খুব অল্প দূরত্বে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে দোকানের ভিতর থেকে ছুটে আসেন তাঁর স্ত্রী। এরপর স্ত্রীর চিৎকারে ছুটে আসে এলাকার লোকজন। ততক্ষণে দুই যুবক সেখান থেকে পিঠটান দেয়। স্থানীয়রা তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিতিকসকরা মৃত বলে ঘোষণা করেন। বিজেপির দাবি, হরলাল দেবনাথ দলের সক্রিয় কর্মী ছিলেন। এর আগে নদীয়ায় আর এক বিজেপি কর্মী সুপ্রীয় বন্দ্যোপাধ্যায়কেও খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিল বিজেপি।
জেলা বিজেপির সভাপতি মানবেন্দ্র রায় বলেন, “তিন দিন ধরে হরলাল দেবনাথকে হুমকি দিচ্ছিল তৃণমূল কংগ্রেস। তিনি ১৯৯৫ সাল থেকে বিজেপি করছেন। পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রচুর কাজ করেছিলেন। ওই এলাকায় বিজেপির উত্থান তৃণমূল সহ্য করতে পারছে না। তাদের চাপের কাছে নতি স্বীকার করছিল না হরলালবাবু। এরই পরিণতিতে এই খুন। এই খুনের প্রতিবাদে জেলায় জোরদার আন্দোলনে নামবে বিজেপি।” সকালে কল্যাণী হাসপাতালে যান রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the West-bengal News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল