Advertisment

প্রচারে বেরিয়ে নিখোঁজ, পরে বিজেপিকর্মীর হদিশ পেয়ে আঁতকে উঠল পরিবার

পঞ্চায়েত ভোটের আবহে এযেন 'রক্তস্নান' বাংলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp worker mysterious death in purulia

পঞ্চায়েত ভোট পর্বে বেলাগাম সন্ত্রাস।

ফের এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের পর এবার পুরুলিয়ার মানবাজার। রবিবার ভোটের প্রচারে বেরিয়ে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। সোমবার তাঁর থেঁতলানো মৃতদেহ উদ্ধার করা হয়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisment

ফের এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। পুরুলিয়ায় মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মী বঙ্কিম হাঁসদার থেঁতলানো দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, রবিবার বিজেপির হয়ে ভোটের প্রচারে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। তার পর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। সোমবার রাস্তার পাশের খেতে তাঁর থেতলানো মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন- ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস! সকালে শিয়ালদহে নেমেই সটান বাসন্তীতে রাজ্যপাল

পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে প্রচারের বেরনোর জন্যই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। এই নিয়ে পঞ্চয়েত ভোটের আবহে গত এক মাসেরও কম সময়ের মধ্যে রাজ্যে ১৫ জনের মৃত্যু হল।

আরও পড়ুন- ভোররাতে বিকট আওয়াজে ঘুম ভাঙল গ্রামের, ফাঁকা মাঠে রক্তারক্তি কাণ্ডে হুলস্থূল!

এদিকে, সোমবারই পুরুলিয়ায় ভোট প্রচারে গিয়ে জনসভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে জেলায় এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা বেড়েছে। পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে রাজ্যজুড়ে হিংসা ততই বাড়ছে। সোমবার ভোররাতে উত্তর ২৪ পরগানর হাড়োয়ায় বোমা বাঁধতে গিয়ে এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর জখম হয়েছেন। দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু হয়েছে। সেক্ষেত্রেও খুনের অভিযোগ তুলেছিল পরিবার।

panchayat election 2023 West Bengal Death bjp
Advertisment