Advertisment

মহুয়ার কালী মন্তব্য বিতর্কের মধ্যেই দ্রৌপদীকে মা কালীর ছবি উপহার বিজেপির

কেন হঠাৎ দ্রৌপদী মুর্মুকে কালীর ছবি উপহার?

author-image
IE Bangla Web Desk
New Update
bjps bengal mps mlas give maa kaali picture to draupadi murmu

দ্রৌপদী মুর্মুকে কালীর ছবি উপহার দিচ্ছেন সুকান্ত মজুমদার। পাশে শুভেন্দু অধিকারী। ছবি- পার্থ পাল

তথ্যচিত্রে ব্যবহৃত কালী পোস্টার ঘিরে তুঙ্গে রাজনীতি। একে অপরকে দুষছে বিজেপি-তৃণমূল। এসেবর মাঝেই মঙ্গলবার নিজের সমর্থনে প্রচারে কলকাতায় এসেছিলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তাঁকেও কালীর ছবি উপহার দিলেন বিজেপি সাংসদ, বিধায়করা। বিকেলে, প্রায় ২০০ সাধু নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যপালের দ্বারস্থ হলেন। কালী বিতর্কে জগদীপ ধনকড়ের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

Advertisment

কেন হঠাৎ দ্রৌপদী মুর্মুকে কালীর ছবি উপহার? সর্বভারতীয় বিজেপি সহ সভাপতি তথা মেদিনীপুরের পদ্ম সাংসদ বলেন, 'বাংলার মানুষ কালী ভক্ত। আপদে, বিপদে আমরা মা কালীর দ্বারস্থ হই। সেই মাকেই অপমান করা হয়েছে। সেইসব কারণেই মা কালীর ছবি দেশের ভাবী রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে।'

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কালী মন্তব্যের পর বিতর্ক দেশজুড়ে ছড়িয়েছে। তৃণমূল আগেভাগেই মহুয়ার বক্তব্য 'ব্যক্তিগত' বলে দেগে দিয়েছে। কিন্তু সুযোগ ছাড়তে নারাজ বিজেপি। ভারতজোড়ে বিতর্ককে রাষ্ট্রপতি ভোটের সঙ্গে সম্পৃক্ত করে তার রেশ আরও গভীর করতে মরিয়া এ রাজ্যের পদ্ম সাংসদ, বিধায়করা।

অন্যদিকে, এই ইস্যুতে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে এদিন শুভেন্দু অধিকারী ২০০ সাধুকে নিয়ে হাজির হয়েছিলেন রাজভবনে। সাধুদের কথা শুনেছেন রাজ্যপাল। যা পরে টুইটে জানিয়েছেন ধনকড়। রাজ্যপাল নিজের বক্তব্যে বলেন, 'রাজ্যের পরিস্থিতি উদ্বেগজন। বাংলায় তোষণের রাজনীতি চলছে। শুধু স্বজনপোষণ চলছে। সকলকে সমান চোখে দেখা উচিত।'

Sukanta Majumder dilip ghosh Droupadi Murmu Presidential Election 2022 Suvendu Adhikari bjp
Advertisment