Advertisment

Dilip Ghoshon Mamata Banerjee: 'মাথার ওই ব্যান্ডেজ মমতার ভোটের রেসিপি’…! বিতর্ক উস্কে 'দাবাং স্টাইলে' মুখ্যমন্ত্রীকে ফের নিশানা

কমিশন শো'কজ করলেও নির্বাচনের আগে বিতর্ক যেন কিছু কিছুতেই পিছু ছাড়ছে না বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের।

IE Bangla Web Desk এবং Sayan Sarkar
New Update
dilip ghosh,TMC,mamata banerjee,west bengal,trinamool congress,bjp,মমতা, দিলীপ ঘোষ, লোকসভা ভোট ২০২৪,

'মাথার ওই ব্যান্ডেজ মমতার ভোটের রেসিপি’...! বিতর্ক উস্কে 'দাবাং স্টাইলে' মুখ্যমন্ত্রীকে ফের নিশানা দিলীপ ঘোষের

প্রার্থী হয়ে ভোটের প্রচারে নেমেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিরুপ মন্তব্য করে কমিশনের তোপের মুখে পড়েন দিলীপ ঘোষ। কমিশন শো'কজ করলেও নির্বাচনের আগে বিতর্ক যেন কিছু কিছুতেই পিছু ছাড়ছে না বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের।

Advertisment

রবিবার ফের দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কপালে চোটের জায়গায় থাকা 'ব্যান্ডেজ' কে তিনি ভোটের ’রেসিপি’ বলে কটাক্ষ করে ফের বিতর্কের আগুনে ঘি ঢালেন তিনি । একই সঙ্গে তিনি এদিন কুনাল ঘোষ, মালা রায় ও সৌগত রায়কেও কটাক্ষে বেঁধেন।

ভোটের প্রচারে নামার পর থেকেই দিলীপ ঘোষ প্রতিদন সকালে দলের নেতা কর্মীদের সঙ্গে 'চা চক্রে' যোগ দিচ্ছেন। রবিবাসরীয় সকালেও তার ব্যতিক্রম হয়নি।বর্ধমানের সোনাপট্টি বটতলায় হওয়া এদিনের 'চা চক্রে' দিলীপ ঘোষ ফের নিজস্ব স্টাইলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। মুখ্যমন্ত্রীর এদিন থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়ার প্রসঙ্গে সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করতেই দাবাং স্টাইলে তিনি বলে উঠেন ,“উনি এতদিন প্রচারে নামেন নি কেন ? উনি মাথার 'স্টিকারটা’ কবে খুলবেন? ভোট শেষ হওয়ার আগে , না পরে ? শুধু এইসব প্রশ্ন তুলেই দিলীপ ঘোষ খান্ত হন নি। তিনি দাবি করেন, ভোটের আগে চোট - এটাই ওনার ভোটের ’রেসিপি’। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবে। তবে এবার আর 'ইমোশনাল' ভোট হবে না বলে দিলীপ ঘোষ জানিয়ে দেন।

যদিও দিলীপ ঘোষের এহেন মন্তব্যের নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'দিলীপ ঘোষ শোধরানোর লোক নয়।বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা ইভিএমে রায়দানের মধ্যে দিয়েই ওনাকে শোধরানোর রাস্তা দেখিয়ে দেবেন।’

মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকেও এদিন একহাত নেন দিলীপ ঘোষ। 'দিলীপ ঘোষকে হারাতে বিজেপির অন্দরে 'চক্রান্ত' চলছে বলে কুনাল ঘোষের করা মন্তব্যের জবাব দিতে গিয়ে এদিন দিলীপ ঘোষ এদিন কুনাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন ,“গাঁয়ে মানে না আপনি মোড়ল। টিএমসিতে ওনার পদ চলে গেছে। উনি টিএমসি নিয়ে ভাবুন, বিজেপিকে কে নিয়ে ভাববার অনেক লোক আছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে তৃণমূল কিছু করতে পারবে না, অন্য কেউও কিছু করতে পারবে না’।

কলকাতায় ফের নির্মিয়মান বহুতলের একাংশ ভেঙ্গে পড়ে একজনের মৃত্যু হওয়ার ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,'যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন এসব আটকানো যাবেনা। কারণ তৃণমূল সরকার কাটমানি খেয়ে এসব করছে। তাই বাড়ি ভেঙ্গে পড়ছে।’ অন্যদিকে, বাড়ি ভেঙ্গে পড়ার ঘটনা দশ দিনের মধ্যে মানুষ ভুলে যাবে বলে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কলকাতা দক্ষিণের

তৃণমূল প্রার্থী মালা রায়ের করা মন্তব্যের কড়া জবাবে দেন দিলীপ ঘোষ । তিনি বলেন, 'উনি এবার এমন রেজাল্ট করবেন, যেটা সারাজীবন তিনি মনে রাখবেন’। একই সঙ্গে সৌগত রায়ের কীর্তনের আসরে অংশ নেওয়া নিয়েও কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন,’এবারই শেষ। তাই ভাল করে নেচে নিন । ৪ জুনের পর তো উনি 'অবসর’ নেবেন।

Mamata Banerjee dilip ghosh loksabha election 2024
Advertisment