Advertisment

Dilip Ghosh: এবার মমতার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন দিলীপের! ফের বিতর্কিত মন্তব্যে হুলস্থূল! সরব তৃণমূল

BJP VS TMC: দিলীপ ঘোষ মানেই বঙ্গ রাজনীতিতে বিতর্ক। আবারও প্রশ্নের মুখে বাংলার তথাকথিত রাজনৈতিক সাংস্কৃতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh Attacks Mamata Banerjee

Mamata Banerjee & Dilip Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ।

Dilip Ghosh On Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে নিয়ে নিজের মন্তব্যে ফের বিতর্কে ঘি ঢাললেন বিজেপির দিলীপ ঘোষ। লোকসভা ভোটের মুখে বঙ্গ রাজনীতি 'রঙ্গে' নয়া উন্মাদনা ছাড়াল। প্রতিবাদে সরব তৃণমূল। আরও একবার দিলীপকে 'নারী বিদ্বেষী' তকমা দিয়ে আক্রমণ শানাল জোড়-ফুল শিবির।

Advertisment

দিলীপ ঘোষ মানেই বঙ্গ রাজনীতিতে বিতর্ক। আবারও প্রশ্নের মুখে বাংলার তথাকথিত রাজনৈতিক সাংস্কৃতি। একুশের বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রীকে নিয়ে তৎকালীন মেদিনীপুরের বিজেপি সাংসদের নানা মন্তব্য সমালোচিত হয়েছিল। একুশের ভোটের সময় তৃণমূলের তারকা প্রার্থীদের উদ্দেশে দিলীপ ঘোষের 'রগড়ে দেব' মন্তব্যে নিন্দার ঝড় উঠেছিল। সেবার নির্বাচনী প্রচারে গিয়ে নন্দীগ্রাম অঞ্চলে দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যায়। তারপর ভোটের প্রচার হুইলচেয়ারে বসেই সেরেছিলেন তিনি। সেসময় দিলীপের কটাক্ষ ছিল, বারমুডা পরে বেরন মমতা, তাহলে ভাঙা পা দেখানো যাবে। এই মন্তব্য ঘিরেও সমালোচনার স্রোত বয়ে যায়।

এবার কী বললেন দিলীপ ঘোষ?

বিগত পাঁচ বছরের চেনা জমিতে এবার আর ভোট যুদ্ধে নেই দিলীপ ঘোষ। দলের নির্দেশে তাঁকে লড়তে হচ্ছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে। দোলের দিন থেকেই প্রচারে ঝাঁপিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ। ফের চেনা ছন্দে বঙ্গ বিজেপির অন্যতম সফল প্রাক্তন সভাপতি। বেনজির মন্তব্যে নিজের রেকর্ড নিজেই ভাঙার খেলায় মত্ত দিলীপ ঘোষ! এবার তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয়!

আরও পড়ুন- Abhijit Ganguly: অভিজিতের প্রার্থীপদ বাতিলের জোরাল দাবি কংগ্রেসের! কেন আপত্তি?

প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন দিলীপ ঘোষ। বলেন, 'উনি গোয়ায় গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ত্রিপুরার মেয়ে। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।'

আরও পড়ুন- Bengal Assembly By-Elections 2024: শেষপর্যন্ত শিকে ছিঁড়ল সজলের, বাংলার দুই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

দিলীপের এহেন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে মুখর তৃণমূল। দলের এক্স হ্যান্ডেলে তৃণমূলের পোস্ট, 'বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রাজনৈতিক নেতৃত্বের নামে কলঙ্ক! মা দুর্গার বংশকে চ্যালেঞ্জ করার পর উনি এখন শ্রীমতীর বংশ নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি নৈতিক দেউলিপনার নোংরা গভীরতায় ডুবে গেছেন।সএকটি বিষয় স্পষ্ট: হিন্দুধর্মের শ্রদ্ধেয় দেবীই হোক বা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী- বাংলার মহিলাদের জন্য ঘোষের কোনও সম্মান নেই।'

দিলীপের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মঙ্গরলবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) সূত্রে খবর, জেলাশাসকের কাছ থেকে ওই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট এলে তা দিল্লিতে কমিশনের দফতরে পাঠানো হবে। কমিশন খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে। প্রসঙ্গত, দুর্গাপুর শহরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ মঙ্গলবার সকালে মমতাকে ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ।

আরও পড়ুন- ED Summon: আরও মরিয়া ED, মমতার আরও এক মন্ত্রীকে তড়িঘড়ি তলব

tmc bjp Mamata Banerjee dilip ghosh burdwan 2024 General Election loksabha election 2024
Advertisment