'বিজেপির পুতুল দিয়ে ভয় দেখানোর কৌশল কাজ করবে না', হুঁশিয়ারি তৃণমূলের

অভিষেকের ইডির দফতরে হাজিরার দিনেই মোদীকে তুলোধনা করে টুইট তৃণমূলের।

অভিষেকের ইডির দফতরে হাজিরার দিনেই মোদীকে তুলোধনা করে টুইট তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee accuse modi govt to intervine judiciary

ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও বিজেপির কড়া সমালোচনায় তৃণমূল। কয়লাকাণ্ডে দলের সর্বভারতীয় সাধরণ সম্পাদককে ইডি-র তলবের দিনেই ফের একবার বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের এজেন্সিগুলিকে ব্যবহার করার অভিযোগ তুলল রাজ্যের শাসকদল। 'বিজেপির পুতুল দিয়ে ভয় দেখানোর কৌশল কাজ করবে না।' টুইটে গেরুয়া দলকে বিঁধে তুলোধনা জোড়াফুলের।

Advertisment

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন সময়ে কেন্দ্রীয় এজেন্সির নিন্দা শোনা যেত নরেন্দ্র মোদীর মুখে। এব্যাপারে এদিন টুইটে প্রধানমন্ত্রীকে বিঁধে তৃণমূলের টিপ্পনি, ''মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী বলতেন, কেন্দ্রীয় সংস্থাগুলির রাজনীতিকরণ নিন্দনীয়। এবার প্রধানমন্ত্রী হয়ে মোদী কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করছেন। প্রধানমন্ত্রী, বিভেদকামী শক্তিকে আমরা আগেও হারিয়েছি। বিজেপির পুতুল দেখিয়ে ভয় দেখানোর কৌশল আর কাজে আসবে না। লড়াই জারি রয়েছে।''

Advertisment

আরও পড়ুন- আবারও ধাক্কা রাজ্যের, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল

উল্লেখ্য, কয়লা কেলেঙ্কারিতে শুক্রবারই তাঁদের কলকাতার দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে আগেই দিল্লি থেকে কলকাতায় এসে গিয়েছিলেন ইডির পাঁচ শীর্ষ আধিকারিক। ইডির দুঁদে অফিসারদের চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিষেককে, এমনই খবর সূত্রের।

এর আগে কয়লাকাণ্ডেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর দু'বার দিল্লির সদর দফতরে তলব করে জি়জ্ঞাসাবাদ করেছিল ইডি। দু'বারই দিল্লি গিয়ে ইডির অফিসারদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল নেতা। তবে তাঁকে কেন্দ্রীয় সংস্থার তলবের পিছনে বিজেপির মদত রয়েছে বলে তোপ দেগেছিলেন অভিষেক। বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁকে ও তাঁর দলকে হেনস্থা করছে বলে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

tmc bjp modi