Advertisment

ব্যাপক মারধর! শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখাতে গিয়ে বিক্ষোভকারীরাই আক্রান্ত যাদবপুরে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jadavpur 4

কখনও লাথি, কখনও বা অন্যভাবে মারধর করা হয়েছে যাঁরা কালো পতাকা দেখিয়েছেন তাঁদের। ছবি- শশী ঘোষ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখাতে যাওয়াই ছিল অপরাধ। তার জেরে কখনও লাথি, কখনও বা ঘুসি জুটল বিক্ষোভকারীদের। তাঁরা পালটা প্রতিরোধের চেষ্টা করায় জুটল আরও মার। তার জেরে মাটিতে পড়ে গেলেও মিলল না রেহাই। চলল একের পর এক লাথি। লম্বা চুল খামচে মাটি থেকে টেনে তোলা। এই অভিযোগের কাঠগড়ায় বিজেপি যুবমোর্চার ধরনা কর্মসূচিতে যোগ দেওয়া নেতা-কর্মীরা।

Advertisment
publive-image
মারধরের অভিযোগ উঠেছে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধেও।

তাঁদের সঙ্গে এই মারধরে শামিল হতে দেখা গেল শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়াদেরও। রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে তৃণমূলের নেতা-কর্মীদের। সেই সময় বারবার অতিসক্রিয় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। যাদবপুরেও ফের তেমনই অভিযোগ উঠল। গোটা ঘটনাটি ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে।

কেন তাঁরা কালো পতাকা দেখাতে গেলেন? সাংবাদিকদের এই প্রশ্নে বিক্ষোভকারীদের একজন জানান, তাঁর মাওবাদী প্রভাবিত ছাত্র সংগঠনের প্রতিনিধি। শুভেন্দু অধিকারীকে তাঁরা 'দাঙ্গাবাজ' বলে মনে করেন। তাঁদের ধারণা, শুভেন্দু অধিকারীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আরও অশান্ত করতে চাইছেন। সেই কারণেই রাজ্যের বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন- ‘মমতা তোর বাপকে বেতন দেয়?’, যাদবপুরে পুলিশকে গালিগালাজ শুভেন্দুর

এই ঘটনায় পুলিশ দুই বিক্ষোভকারীকেই আটক করেছে বলে যাদবপুরের মাওবাদী প্রভাবিত সংগঠন আরএসএফের অভিযোগ। যাদবপুর দীর্ঘদিন ধরেই মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে বিরোধীদের অভিযোগ। এই বিক্ষোভের ঘটনা, সেকথাই প্রমাণ করল বলেই পালটা দাবি বিজেপির। এই ঘটনায় পুলিশ দুই বিক্ষোভকারীকেই আটক করেছে বলে যাদবপুরের মাওবাদী প্রভাবিত সংগঠন আরএসএফের অভিযোগ। যাদবপুর দীর্ঘদিন ধরেই মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে বিরোধীদের অভিযোগ। এই বিক্ষোভের ঘটনা, সেকথাই প্রমাণ করল বলেই পালটা দাবি বিজেপির। পালটা, এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান লিঙ্গ অধিকার কর্মী, বিচিত্র অধিকার কর্মী ও গণতান্ত্রিক ব্যক্তিদের একাংশ।

সম্প্রতি এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছেই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছে বিভিন্ন সংগঠন। তেমনই বিক্ষোভে অংশগ্রহণ করেছে বিজেপি যুবমোর্চাও। দলের যুবকর্মীদের সেই বিক্ষোভেই বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Jadavpur University Suvendu Adhikari Lynching
Advertisment