scorecardresearch

দার্জিলিঙের রাস্তায় ব্ল্যাক প্যান্থার! মুহূর্তে ক্যামেরাবন্দি কালো চিতা

দিন কয়েক আগেই দার্জিলিঙের মহানন্দা অভয়ারণ্যে দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের।

black panther have been seen at darjeeling
ব্ল্যাক প্যান্থারের এই ছবিই ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি।

দিন কয়েক আগেই দার্জিলিঙের মহানন্দা অভয়ারণ্যে দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের। জঙ্গলে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল দক্ষিণরায়ের ছবি। এবার সেই দার্জিলিঙেই ৮০০০ ফুট উচ্চতায় সান্দাকফু যাওয়ার পথে চিত্রের কাছে দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। পাহাড়ের ঢাল বেয়ে নেমে রাস্তায় নেমেছিল সে। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে ফের খাদের দিকে নেমে যায় কালোচিতা। ওই পথেই যাচ্ছিলেন কয়েকজন। তারই ফাঁকে এমন দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেন এক ব্যক্তি।

দার্জিলিঙের পাহাড়ি এলাকাগুলিতে এর আগেও ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছিল । ২০২২ সালে মিরিকের ওকাইতি চা বাগান সংলগ্ন ৯ নম্বর ডিভিশন লাগোয়া এলাকায় ব্ল্যাক প্যান্থার দেখা যায়। তারও আগে ধোত্রের কাছে রাস্তায় কালো চিতার মৃতদেহ মিলেছিল। লকডাউনের সময়েও দার্জিলিঙে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছিল।

আরও পড়ুন- দিল্লি দরবারে আবার পালটি ‘সাবালক’ মুকুলের, কেন? নেপথ্যে অন্তহীন চর্চা……..

দার্জিলিঙের পাহাড় ছাড়াও আলিপুরদুয়ারের বক্সা জঙ্গলে বেশ কয়েকবার ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছে। ওই জঙ্গলে এখনও বেশ কয়েকটি ব্ল্যাক প্যান্থার থাকতে পারে বলে অনুমান বনকর্মীদের।

উত্তরবঙ্গের বিস্তীর্ণ পাহাড়ি জঙ্গলে ব্ল্যাক প্যান্থার থাকতেই পারে বলে মনে করেন বনাধিকারিকরা। এখনও দার্জিলিঙের বিভিন্ন জঙ্গলে ব্ল্যাক প্যান্থার রয়েছে। তবে খুব অহরহ এদের দেখা মেলে না। মূলত ঘন জঙ্গলই এদের বেশি পছন্দ। দার্জিলিঙের পাহাড়ের গভীর জঙ্গলকেই এরা থাকার জন্য বেশি নিরাপদ বলে মনে করে, এমনই ধারনা বন বিশেষজ্ঞদের।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Black panther have been seen at darjeeling