Blast in illegal Fire Cracker Factory: আবারও বাজি কারখানায় ভয়াবহ আগুন-বিস্ফোরণ। এক ঝটকায় ফিরে এল খাদিকুলের সেই মর্মান্তিক স্মৃতি। এবার আগুন কোলাঘাটের একটি বেআইনি বাজি কারখানায়। কোনওভাবে আগুন ধরে গিয়ে পরপর বিস্ফোরণ ঘটে কারখানায়। কেঁপে ওঠে গোটা এলাকা। তুমুল আতঙ্কে দৌড়াদৌড়ি স্থানীয়দের। আগুন নেভাতে গিয়ে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের।
কোলাঘাটের পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহভাবে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা জুড়ে। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে চারিদিক। বাজি কারখানার আগুন লেগে লাগোয়া বেশ কয়েকটি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে।
গতরাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে। পুলিশ ও দম কল যায় ঘটনাস্থলে। যদিও এই ঘটনায় প্রাণহানি এড়ানো গিয়েছে। তবে কয়েকজন জখম হয়েছেন।
আরও পড়ুন- Train Cancellation: এখবর আগে পড়ুন! আবারও ট্রেন বাতিলের ঘোষণা রেলের, এবার মাত্রা ছাড়াবে দুর্ভোগ?
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। আগুনের তীব্রতা বেশি থাকায় শুরুতে তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। দুটি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন- Digha: পর্যটকদের জন্যই অভূতপূর্ব বন্দোবস্ত দিঘায়! যুগান্তকারী এই উদ্যোগের দুরন্ত প্রশংসা!
এই ঘটনায় ফের একবার ফিরে এল এগরার খাদিকুলের স্মৃতি। ২০২৩ সালের ১৬ মে খাদিকুলে একটি বেআইনি বাজে কারখানায় বিস্ফোরণ ঘটে। ১১ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। তারপর বছর ঘুরতে না ঘুরতেই এবার সেই একই জেলার আরও এক প্রান্তে এমন ভয়াবহ বিস্ফোরণ-আগুন।