আসানসোলে একই পরিবারের ৩জনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই পরিবারেরই মেয়েকে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, মায়ের মৃত্যুর ঘটনায় পর তিন ভাইবোন কীটনাশক পান করেন। তাতেই প্রাণ গিয়েছে ২ ভাইয়ের। বোন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনা আসানসোলের হিরাপুর থানার স্টেশন রোডের কে-টাইপ কোয়াটার এলাকার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল ছড়িয়ে এলাকায় । সকাল থেকে বাড়ির দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে কোয়াটারের জরজা ভাঙে। উদ্ধার হয় তিন জনের দেহ।
স্থানীয়দের অনুমান, মায়ের মৃত্যুর পরই হতাশাগ্রস্ত হয়ে দুই ভাই ও বোন কীটনাশক পান করেন। ফলে মৃত্যু হয় দুই ছেলের। যদিও পুলিশের তরফে অএখনও কিছু জানান হয়নি। দেহ দু'টি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে হিরাপুর থানার পুলিশ।