/indian-express-bangla/media/media_files/2025/09/22/body-2025-09-22-11-54-34.jpg)
Migrant worker death: মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Murshidabad news: মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ বাজারের জল টেংকিমোড় এলাকায় সোমবার সকালে একটি দোকানের ভিতর থেকে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর হাসপাতালে পাঠানো হয়।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম কালু হাঁড়ি (৫০)। তিনি ফরাক্কা ব্যারেজ আবাসনের ৯ নম্বর বাড়ির বাসিন্দা। কয়েক মাস আগে ভিন রাজ্য থেকে কাজ শেষ করে মামার বাড়িতে ফিরে এসেছিলেন।
স্থানীয়দের অভিযোগ, আজ সকালে বাজারের দোকানের মালিক পরিবারকে খবর দেন যে, কালু হাঁড়ি দোকানের ভিতরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।
Trawler Accident: মাঝসমুদ্রে বিরাট বিপত্তি! ট্রলার ফেটে হু হু করে জল, শেষমেশ মৎস্যজীবীরা যা করলেন...
পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন। ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তদন্ত শুরু করেছে এবং মৃতদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেশ হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us