/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/RG-Kar-Medical-College.jpg)
RG Kar Medical College & Hospital: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
Body recovered from RG Kar Medical College: কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে হুলস্থূল-কাণ্ড! সরকারি ওই হাসপাতালে কর্তব্যরত এক পড়ুয়া তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চঞ্চল্য শহর কলকাতার এই নামী হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সেমিনার হল থেকে স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষে পাঠরত ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, গতকাল রাত পর্যন্ত ডিউটি করেছিলেন তিনি। খাওয়া-দাওয়ার পর সেমিনার হলে চলে যান তিনি।
শুক্রবার সকালে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একটি সূত্রের দাবি, মৃতদেহ উদ্ধারের সময়ে তরুণীর দেহে আঘাতের চিহ্ন ছিল। তাঁর পোশাকও ছিল অবিন্যস্ত। এদিকে, এই ঘটনার পরপরই হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করা হয়। কী কারণে তরুণীর মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে পড়ুয়া-চিকিৎসকের রহস্যমৃত্যু মৃত্যু ঘিরে তুমুল জলঘোলা হয়েছে রাজ্য রাজনীতিতেও। তরুণীর রহস্যমৃত্যুর উপযুক্ত তদন্তের দাবিতে সরব হয়েছে রাজ্য BJP। তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুতে সুর চড়িয়েছে চিকিৎসকদের একাধিক সংগঠনও।
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "এটা গা শিউরে ওঠার মতো ঘটনা। পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রতিককালে বা অতীতেও এমন ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। গোটা পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের দখলে চলে গেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটিকে আত্মহত্যা বলে চালানোর প্রচেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে। আর জি করের ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে নয়, বাইরের এক্সপার্টদের দিয়ে ময়নাতদন্ত করাতে হবে। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং করাতে হবে। আর জি করের অধ্যক্ষকে পদে রেখে কোনও তদন্ত চলবে না। সিসিটিভি ফুটেজ যেন মুছে দেওয়া না হয়।"