/indian-express-bangla/media/media_files/2025/07/06/21-july-tmc-hording-2025-07-06-14-32-17.jpg)
প্রতীকী ছবি।
তৃণমূল নেতার প্রকাশ্যে বন্দুক ও কার্তুজ কেনাবেচার ভিডিও ভাইরাল নিয়ে শোরগোল শুরু হয়েছে বীরভূমের বোলপুরে। অবিলম্বে ওই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। ব্যবস্থা নেওয়া না হলে বাম – কংগ্রেস আন্দোলনে নামার হুমকি দিয়েছে।
এক সময় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোমা, বন্দুক উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন পুলিশ প্রশাসনকে। সেই নির্দেশ পাওয়ার পর পুলিশও তৎপর হয়ে সাজিয়ে বোমা বন্ধুক উদ্ধার শুরু করে। কিন্তু সেটা যে শুধু লোক দেখানো তার প্রমান মিলেছে বোলপুরে ছড়িয়ে পড়া একটা ভিডিয়োতে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে বোলপুরের শিমুলিয়া গ্রামের তৃণমূল নেতা দোলন শেখকে৷ বোলপুর থানার অন্তর্গত নানুর বিধানসভার বড় শিমুলিয়া গ্রামের তৃণমূল নেতা সে ৷ এলাকায় দাপুটে নেতা হিসাবেই শুধু নয়, বালি মাফিয়া হিসাবেও তিনি পরিচিত ৷
তিনি মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে কয়েকজনের সামনে কার্তুজ গুনছেন। বড় বড় কার্তুজ গুনে গুনে তিনি ভরলেন একটি প্লাস্টিকে এরপরেই একজনকে বস্তায় ভোরে বন্দুক সহ কার্তুজ হস্তান্তর করছেন৷ এই ভিডিও এলাকার বিভিন্ন মানুষের মোবাইলে ছড়িয়ে পড়েছে। গ্রামের প্রকাশ্য রাস্তায় এভাবেই চলছে অস্ত্র কেনাবেচা। আর কিছু অতি উৎসাহী মানুষ দাঁড়িয়ে দেখছেন পথচলতি মানুষজন সেই কেনাবেচা দেখলেও ভয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "শেখ দোলন তৃণমূলের নেতা, দেখছি প্রকাশ্যে বন্দুক-গুলি কেনাবেচা করছে ৷ তৃণমূল তো কোনও দল নয়, বালি মাফিয়া, পাথর মাফিয়াদের নিয়ে চলে। সামনে নির্বাচন, তার আগে দুষ্কৃতী, সমাজবিরোধী, মাফিয়াদের একত্রিত করে মাঠে নামাবে৷ সন্ত্রাস করে, মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচনী বৈতরণী পাড় হতে চাইছে৷ আর পুলিশ প্রশাসন চুপ।"
বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, "ভিডিয়োটি ভেরিফাই করা হচ্ছে ৷ তারপর ব্যবস্থা নেওয়া হবে ।"