ষষ্ঠ দফা ভোটের আগে উত্তপ্ত বারাকপুর শিল্পাঞ্চল। মঙ্গলবার মধ্যরাতে ভাটপাড়ায় বোমাবাজির অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। মেঘনা মোড়ে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাঁর বাড়ির কাছে বোমাবাজি করেছে বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এলাকায় তল্লাশি চালায় তারা। কিন্তু বুধবার সকাল পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। উল্টে তল্লাশি চালানোর সময় পুলিশের বিরুদ্ধেই মহিলাদের হেনস্তা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে কাঁচরাপাড়া এবং টিটাগড়েও বোমাবাজি হয়। টিটাগড়ে বোমা ফেটে এক জনের মৃত্যুও হয়েছে। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অন্য এক জন। দুই এলাকাতেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে। নামানো হয়েছে র্যাফও। জানা গিয়েছে, গতকাল রাতে টিটাগড়ের জিসি রোড খাটাল এলাকায় একটি ক্লাবে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণে ক্লাব ঘরটি ধুলিসাৎ হয়ে যায়। উড়ে যায় চাল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুজনকে বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। ক্লাব ঘরটির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট। এলাকাটি খড়দহ বিধানসভা কেন্দ্রে পড়ছে। আগামীকালই এখানে ভোটগ্রহণ রয়েছে। তার আগে এলাকায় চাপা উত্তেজনা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ক্লাবঘরে বোমা তৈরি হচ্ছিল। খুব সম্ভবত বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। এলাকার স্থানীয় দুই বাসিন্দাই বিস্ফোরণে আহত হন। বিএন বসু হাসপাতালে একজনের মৃত্যু হয়। বিস্ফোরণ স্থলে এসে নমুনা সংগ্রহ করবেন ফরেনিসক বিশেষজ্ঞরা।