পঞ্চায়েত ভোটের আগে আবারও রাজ্যে বোমা বিস্ফোরণ। মারাত্মক বিস্ফোরণে এবার প্রাণ খোয়াল একরত্তি বালক। উত্তর ২৪ পরগনার বনগাঁ রেলগেটের কাছে একটি শৌচালয়ে ঘটে এই বিস্ফোরণ। সাতসকালে ওই শৌচালয়ে গিয়েছিল এলাকারই ১১ বছরের ওই বালক। কোনওভাবে তখনই ফেটে যায় বোমা।
বারুদের স্তূপে বাংলা! পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও রাজ্যে বোমা বিস্ফোরণ। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বনগাঁ। জানা গিয়েছে, সোমবার সকালে বনগাঁর ১ নং রেলগেটের কাছে একটি শৌচালয়ে বোমা বিস্ফোরণ ঘটে। এদিন সকালে ওই শৌচালয়ে গিয়েছিল স্থানীয় সুভাষ পল্লি এলাকার ১১ বছরের ওই বালক। তখনই কোনওভাবে ফেটে যায় বোমা। বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। স্থানীয়রা তুমুল আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেড়িয়ে পড়ে।
আরও পড়ুন- উদ্ধারের আড়ালে অবাধে লুঠ দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডলে, ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী জিয়াদুল!
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। মজুত থাকা বোমা ফেটেই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। ওই শৌচালয়টি অত্যন্ত কম ব্যবহার করা হতো। সেই কারণে ওই জায়গাটিতেই বোমা মজুত করে রেখে দিতে পারে দুষ্কৃতীরা। এমনই সন্দেহ পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একটি আমবাগান থেকেও এদিন দুটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
এর আগেও রাজ্যের একাধিক জেলায় বোমা বিস্ফোরণে মৃত্যু-মিছিল দেখা গিয়েছে। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল। তারই কয়েকদিনের মাথায় বীরভূমে বোমা ফেটে উড়ে গিয়েছিল তৃণমূলকর্মীর বাড়ির একাংশ। রাজ্যের একের পর এক জেলা থেকে মিলছে বোমা বিস্ফোরণের খবর। যা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে।