টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র বলে জানা গিয়েছে। শনিবার স্কুল চলাকালীন টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে।
এবার স্কুলেও বোমাবাজি। শনিবার টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে পড়াশোনা চলাকালীন আচমকা বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। স্কুলের ছাদে বোমা ফেলে দুষ্কৃতীরা। মুহূর্তে তীব্র আতঙ্কে তটস্থ হয়ে পড়েছিলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। বেলা পৌনে বারোটা নাগাদ স্কুলের ছাদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই সময় স্কুলে প্রায় ৮০০ পড়ুয়া হাজির ছিল। বোমাটি স্কুলের ছাদে ফাটায় প্রাণহানি এড়ানো গিয়েছে। যদিও বোমা ছোঁড়ার জেরে স্কুলের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন- দিন কয়েকেই বিরাট বদল আবহাওয়ায়, ফের এক দফায় ঝেঁপে বৃষ্টি জেলায়-জেলায়
এদিকে শিক্ষাঙ্গনে বোমাবাজির এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে নমুমা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশও। শেষমেশ স্কুলের ছাদে বোমাবাজির ঘটনায় স্থানীয় চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র বলে জানা গিয়েছে। পুরনো আক্রোশ? নাকি অন্য কোনও কারণে বোমাবাজি? ধৃতদের জেরা করে তা জানার চেষ্টায় পুলিশ।
এদিকে, স্কুলে বোমাবাজির ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ''শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পাশাপাশি এখন শিক্ষাঙ্গনে বোমা পড়ছে। কোন সাহসে বাবা-মায়েরা বাচ্চাদের স্কুলে পাঠাবেন। স্কুলও এখন নিরাপদ রইল না।''