বীরভূম আছে বীরভূমেই! ফের বিস্ফোরণ। বোমা বিস্ফোরণে তছনছ তৃণমূল নেতার বাড়ি। বীরভূমের পাড়ুইয়ের ঘটনা এবার জোর চর্চায়। শুক্রবার রাতে আচমকাই পাড়ুইয়ের ভেড়ামারিতে তৃণমূলের বুথ সভাপতি শেখ হাফিজুলের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কার্যত তছনছ হয়ে যায় তৃণমূল নেতার বাড়ির একাংশ, শৌচালয় ও গোয়ালঘর। ঘটনার পর থেকেই খোঁজ নেই তৃণমূল নেতার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বোমা বিস্ফোরণ বীরভূমে। এবার পাড়ুইয়ের তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তার আওয়াজ বহু দূর থেকে শোনা গিয়েছে। তৃণমূল নেতার বাড়ির শৌচালয়, পাশের একটি পাকা বাড়িও বিস্ফোরণের জেরে ভেঙে যায়। মজুত বোমা ফেটেই এই বিরাট বিস্ফোরণ নাকি বাইরে থেকে কেউ বোমা ছুঁড়েছে তার তদন্ত করছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- জেল থেকে বেরিয়েই রাজ্যকে ভয়ঙ্কর হুংকার! তোলপাড় ফেললেন ISF বিধায়ক নওশাদ
কয়েক সপ্তাহ আগেও বীরভূমের মাড়গ্রামে বিস্ফোরণ ঘটে। বোমা ফেটে তৃণমূল নেতার ভাইয়ের মৃত্যু পর্যন্ত হয়েছে। জখমও হয়েছেন আরও বেশ কয়েকজন। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা, বেআইনি অস্ত্র মজুতের খবর অহরহ আসছে। যা ঘিরে চড়ছে আশঙ্কার পারদ। তবে পুলিশ প্রশাসনও খবর মিলতেই তড়িঘড়ি পদক্ষেপ করছে।
আরও পড়ুন- গ্রেফতার কৌস্তভ, থানায় বিক্ষোভ কংগ্রেসের, ‘পাশে আছি, আইনি লড়াই চলবে’, বললেন অধীর
শুক্রবার মুর্শিদাবাদের একটি স্কুলের ছাদ-বাগানেও মিলেছিল বোমা। স্কুল খোলার আগেই ওই সকেট বোমার হদিশ মেলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বম্ব স্কোয়াড বোমা দুটিকে নিষ্ক্রিয় করে। তারও আগে টিটাগড়ে মিলেছিল বোমা।
আরও পড়ুন- কৌস্তভের গ্রেফতারের নেপথ্যে আসল রহস্য কি? খোলসা করলেন প্রাক্তন বিধায়ক