তৃণমূল নেতার নির্মীয়মাণ বাড়িতে বিকট শব্দে বোমা বিস্ফোরণ। বীরভূমের খয়রাশোলের লোকপুরের ডেমুরটিটা গ্রামের ঘটনা। নির্মীয়মাণ ওই বাড়িতে মজুত থাকা বোমা ফেটে বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের একাংশের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গত কয়েক মাস ধরেই বীরভূমের একাধিক এলাকায় বোমা উদ্ধার, বিস্ফোরণের খবর মিলেছে। এছাড়াও কোথাও পুকুরপাড়, ঝোপঝাড় তো কোথাও ফাঁকা মাঠ থেকে মিলেছে বোমা। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে খয়রাশোলের লোকপুরের ডেমুরটিটা গ্রাম। স্থানীয় তৃণমূল নেতা শেখ সেরাফতের নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই দেখেন তৃণমূল নেতার বাড়ি থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় একটি সূত্রের দাবি, নির্মীয়মাণ ওই বাড়িতে বালির নীচে রাখা ছিল প্রচুর পরিমাণ বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় লোকপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনার পর থেকে বাড়িমালিক পলাতক।
আরও পড়ুন- ইস্যু যখন ‘ইন্ডিয়া’ জোট: মোদীর ‘পছন্দের কথা’ শোনালেন মমতা!
এদিকে, এই ঘটনার আলোচনায় এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠীর কোন্দলের তত্ত্ব উঠে এসেছে। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব এলাকায় চরমে উঠেছে বলে দাবি স্থানীয়দের একাংশের। সদ্য মিটে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রতীকে দাঁড়ানো প্রার্থী হেরে গিয়েছেন। দলেরই একটি বিক্ষুব্ধ গোষ্ঠী এই হারের পিছনে দায়ী বলে দাবি তাদের। সেই পরাজিত গোষ্ঠীরই নেতা শেখ সেরাফত।
আরও পড়ুন- যুগান্তকারী নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ফের মুখ পুড়ল শিক্ষা দফতরের!
এলাকায় সেরাফতের বিরুদ্ধ গোষ্ঠীর তৃণমূল নেতা শেখ সামিরচাঁদ বলেন, ''সকালে উঠে বোমার বিকট শব্দ শুনতে পাই। শেখ জামালের ছেলে সেখ সেরাফতের নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তাঁরা গ্রামকে অশান্ত করার জন্যই প্রায় ৭০ টি বোমা মজুত করে রেখেছিল। ফাঁকা জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে বলে বড়সড় ক্ষতি হয়নি।''
আরও পড়ুন- মমতার আদর্শে ‘অনুপ্রাণিত’ বিজেপি প্রার্থীর ‘লংজাম্প’! পঞ্চায়েত পকেটে তৃণমূলের
অন্যদিকে অভিযুক্ত শেখ সেরাফতের পিসি সেলিমা বিবি বলেন, 'যেখানে বিস্ফোরণ হয়েছে সেটা আমার ভাইপোর বাড়ি। কিন্তু সে ওখানে থাকে না। ওকে ফাঁসাতে বোমা কেউ রেখেছিল। আমরা তৃণমূল করি। আমাদের ওপর দোষ চাপানোর জন্যই নির্দলের লোকেরা এটা করেছে।'' তবে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে গ্রামবাসীরা যে চরম আতঙ্কে রয়েছেন তার প্রমাণ মিলেছে।
বিস্ফোরণ স্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বের বাসিন্দা মঞ্জিলা বিবির কথায়, ''আমি ঘর থেকেই বোমার আওয়াজ পেয়েছি। এই গ্রামে দুই গোষ্ঠী রয়েছে। তাই এরকম ঘটনা ঘটেছে। আমরা খুব ভয়ের মধ্যেই আছি।'' এদিকে, এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, '"বালির নীচে বোমা মজুত ছিল। কতগুলি বোমা ছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।''