পঞ্চায়েত ভোটের আগে জেলায়-জেলায় বোমা-বারুদ উদ্ধার। এবার পূর্ব বর্ধমানের গলসিতে মিলল কাঁড়ি-কাঁড়ি বোমা। মাঠে ধান কাটতে গিয়ে জারিকেন ভর্তি বোমার হদিশ পান এক কৃষক। তিনিই খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে বম্ব স্কোয়াডকে ডেকে পাঠায়। পরে তাঁরাই ওই মাঠের বিভিন্ন প্রান্ত থেকে ৪টি জারিকেনে ভর্তি বোমা উদ্ধার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আতহ্কে চাষের কাজে মাঠে যেতেই ভয় পাচ্ছেন এলাকার কৃষকরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চুঙ্গে উঠেছে।
পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে গন্ডগোল, বোমাবাজি-গোলাগুলি। গত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার, বোমাবাজির খবর সামনে এসেছে। এমনকী বোমার ঘায়ে জখমও হয়েছেন অনেকে। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় শুটআউটেরও খবর মিলেছে। সব মিলিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যত এগোচ্ছে ততই মফস্বল-গ্রামে বাড়ছে অশান্তি-বিশৃঙ্খলা।
এবার পূর্ব বর্ধমানের গলসির একটি চাষের জমি থেকে চারটি জারিকেনে ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, গলসির পুরষা গ্রামের ধানজমি থেকে ৪ টি জারিকেন ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। পরে
খবর দেওয়া হয় সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তাঁরাই গিয়ে বোমাগুলি উদ্ধার করেছেন।
আরও পড়ুন- ৫ বছর পর আজ প্রাথমিকের টেট, কঠিন পরীক্ষায় রাজ্যও, নজিরবিহীন সুরক্ষার বন্দোবস্ত
স্থানীয় বাসিন্দা বকুল মল্লিক জানান, মাঠে ধান কাটার সময় জমির মধ্যে একটি হলুদ রঙের জার চোখে পড়ে তাঁর। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তিনি। পুলিশ ওই জমি থেকে আরও তিনটি জার উদ্ধার করে। তিনটি জারেই বোমা ছিল। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা রবিউল শেখ বলেন, 'ধান কাটার মেশিন জারের উপর চলে গেলে ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারত।' এবার চাষের কাজে মাঠে যেতেই ভয় পাচ্ছেন স্থানীয়রা।
এদিকে, গলসিতে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। জেলার বিজেপি সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র এই ঘটনায় শাকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, ''এসব তৃণমূলের কাজ। গোটা রাজ্যকে তৃণমূল বোমা শিল্পের ভাণ্ডার তৈরি করেছে। পঞ্চায়েত নির্বাচন যত এগোবে ততই বোমা-বারুদ উদ্ধার হবে। সাধারণ মানুষকে তৃণমূল ভয় দেখাচ্ছে।''
যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়েছে তৃণমূল। পূবর্র বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বোমা উদ্ধারের ঘটনায় বিরোধীদেরই দায়ী করেছেন। তাঁর পাল্টা অভিযোগ, ''শান্ত রাজ্যকে অশান্ত করার জন্যই বিরোধীরা বোমা মজুত করে রাখছে। ধানের জমি থেকে জারিকেন ভর্তি বোমা উদ্ধার হচ্ছে। এতে পরিস্কার বোঝা যাচ্ছে বদনাম করার জন্যই বিরোধীরা এসব মজুত করে রাখছে।''